রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় ভোটার বেড়েছে ২০ লক্ষ, চুড়ান্ত তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

January 15, 2021 | < 1 min read

বঙ্গে ভোটের দামামা আগেই বেজেছে। শুক্রবার প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা (Voter List)। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে ভোটার সংখ্যা বেড়েছে প্রায় ২০ লক্ষ ৪৫ হাজার। আগে রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮ জন। উল্লেখযোগ্যভাবে বেড়েছে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা। বেড়েছে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যাও। মোট ভোটার বাদ গেল ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১। সংশোধন হয়েছে ১৪ লাখ ৪৫ হাজার ৬৭২।  

গত বছর ১৮ নভেম্বর থেকে ভোটার তালিকায় সংশোধনের কাজ শুরু হয়েছিল। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলেও এখনও প্রয়োজন মতো নাম সংযোজন বা বাদ দেওয়া যাবে। ভুল থাকলেও তা শুধরে নেওয়া যাবে। তবে কত দফায় ভোট হবে, তা এখনও জানা যায়নি। আগামী সপ্তাহেই রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এপ্রিল মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসেই জারি হতে পারে বিজ্ঞপ্তি। মনে করা হচ্ছে, অতিমারী পরিস্থিতিতে বাড়ানো হতে পারে বুথের সংখ্যা। সেই সঙ্গে প্রতি বুথে কমানো হতে পারে ভোটার সংখ্যা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Voter list, #Election Commision of India

আরো দেখুন