রাজ্য বিভাগে ফিরে যান

প্রয়োজনের তুলনায় কম টিকা পাঠিয়েছে কেন্দ্র, অভিযোগ মমতার

January 16, 2021 | < 1 min read

ছবি: সংগৃহীত

রাজ্যে প্রয়োজনের তুলনায় কম করোনা ভ্যাকসিন পাঠিয়েছ কেন্দ্র। এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

তিনি অভিযোগ করেছেন কেন্দ্র ভ্যাকসিন(Vaccine) কম পাঠিয়েছে রাজ্যে। কিন্তু রাজ্য সরকার রাজ্যবাসীকে করোনা টিকা+Covid Vaccine) থেকে বঞ্চিত হতে দেবে না। প্রয়োজনে ভ্যাকসিন প্রস্তুত কারক সংস্থার কাছ থেকে ভ্যাকসিন কিনে রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেবে।

প্রসঙ্গত উল্লেখ্য প্রথম পর্যায়ে ৩০ কোটি ভারতীয়কে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার পর পরের পদক্ষেপ কী হবে তা নিয়ে প্রধানমন্ত্রীকে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রশ্ন এড়িয়ে যান প্রধানমন্ত্রী।

গোটা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হয়ে গিয়েছে করোনা টিকাকরণ কর্মসূচি। সকাল থেকেই রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে শুরু হয়েছে করোনা টিকাকরণ।

প্রসঙ্গত উল্লেখ্য এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিতীয় দফার করোনা ভ্যাকসিনের খরচ রাজ্যগুলিকে গিতে হবে কিনা এই নিয়ে প্রশ্ন করেছিলেন মমতা।
রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা টিকা।

একুশের ভোটের আগে বড় চমক। রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন রাজ্য সরকার প্রয়োজনে টিকা প্রস্তুতকারী সংস্থাগুলির থেকে টিকা কিনে রাজ্যবাসীকে বিনামূল্যে দেবে। একুশের ভোটের আগে মমতার এই ঘোষণাকে বড় চমক বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত উল্লেখ্য বিহার বিধানসভা ভোটের আগে বিজেপি নির্বাচনী ইস্তেহারে করোনা টিকা বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #covid vaccine, #vaccines, #West Bengal

আরো দেখুন