দেশ বিভাগে ফিরে যান

আদানিকে জড়িয়ে স্বামীর তির্যক মন্তব্যে অস্বস্তিতে মোদি সরকার

January 16, 2021 | < 1 min read

বিজেপি এমপি সুব্রহ্মণ্যম স্বামী(Subramanian Swamy) লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন মোদি সরকারের বিরুদ্ধে। কখনও সরাসরি, আবার কখনও পরোক্ষে। সাম্প্রতিককালে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা বিজেপি(BJP) ও মোদি সরকারকে(Modi Govt) চরম অস্বস্তিতে ফেলেছে। শুক্রবার সুব্রহ্মণ্যম স্বামীর নিশানায় এলেন মোদি সরকারের ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি(Gautam Adani)। ভারত সরকার একের পর এক বিমানবন্দরকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামো নির্মাণের জন্য। লক্ষ্য করা যাচ্ছে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই টেন্ডারের মাধ্যমে বিমানবন্দরের দায়িত্ব পেয়ে যাচ্ছে একটিই সংস্থা। আদানি গোষ্ঠী। এই প্রবণতা নিয়েই অভিযোগ করেছে বিরোধীরা।
এবার সুব্রহ্মণ্যম স্বামীও খড়্গহস্ত হয়েছেন। শুক্রবার ট্যুইট করে শ্লেষাত্মক ভঙ্গিতে তিনি বলেছেন, ট্র্যাপিজ শিল্পী আদানি দেশের বহু ব্যাঙ্ক থেকে টাকা নিয়েছেন। তাঁর কাছে ব্যাঙ্কগুলির মোট পাওনা সাড়ে ৪ লক্ষ কোটি টাকা। ২০১৬ সাল থেকে তাঁর আয় প্রতি দু’বছর অন্তরই দ্বিগুণ হয়ে যায়। তাহলে তিনি ব্যাঙ্কের ওই সাড়ে ৪ লক্ষ কোটি টাকা কেন  মিটিয়ে দেন না? এর একটাই কারণ হতে পারে। ৬টি এয়ারপোর্টের মতোই এরপর হয়তো তিনি ওই ব্যাঙ্কগুলিকেও কিনে নেবেন, যেগুলি তাঁর কাছে সাড়ে ৪ লক্ষ কোটি টাকা পায়! 
স্বামীর ওই মন্তব্যে ফের অস্বস্তিতে পড়েছে মোদি সরকার ও বিজেপি। কারণ, ঘটনাচক্রে শুক্রবারই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে তাঁকে এয়ারপোর্ট রক্ষণাবেক্ষণের ওই বরাত দেওয়ার ব্যাপারে নীতি আয়োগ ও অর্থমন্ত্রকের আপত্তি ছিল। তা সত্ত্বেও তিনি ৬টি এয়ারপোর্টের দায়িত্ব পেয়ে যান। এই প্রশ্নের পাশেই শুক্রবার আবার সুব্রহ্মণ্যম স্বামীর তির্যক প্রশ্ন মোদি সরকারকে নতুন করে অস্বস্তিতে ফেলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Subramanian Swamy, #Gautam Adani, #Controversy

আরো দেখুন