দেশ বিভাগে ফিরে যান

দিল্লিতে ৫২ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

January 17, 2021 | 2 min read

বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিলেন। টিকাকরণের প্রথম দিনে অ্যান্টি-করোনা ভ্যাকসিন (Covid Vaccine) নিয়ে দিল্লিতে অসুস্থ হয়ে পড়লেন ৫২ জন। তাঁদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। এর মধ্যে ৫১ জন সামান্য অসুস্থ। একজনের অবস্থা গুরুতর। তাঁর শরীরে অ্যালার্জি, মাথা ব্যথা, শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। ওই ভ্যাকসিন প্রাপককে অ্যাড্রিনালিন ইঞ্জেকশন দেওয়া হয়। আধ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা পরেও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে এইমসের আইসিইউতে (ICU) ভর্তি করা হয়।

দু’একটা ছোট ঘটনা বাদ দিলে দেশজুড়ে নির্বিঘ্নেই মিটেছে প্রথমদিনের টিকাকরণ। তবে রাত বাড়তেই বেশ কয়েকজনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর মিলতে শুরু করে। ভ্যাকসিন নেওয়ার পর কলকাতার এক নার্স অসুস্থ হয়ে পড়েন। তাঁর নাম পিঙ্কি শূর। শনিবার বিসি রায় হাসপাতালে টিকাকরণের পর স্বাস্থ্যকর্মী ভদ্রমহিলার হাত কাঁপতে থাকে। কোনও ভ্যাকসিন নেওয়ার পর যখন কারও এই জাতীয় সমস্যা হয় তখন চিকিৎসকরা সতর্ক হয়ে যান। ওনাকে পর্যবেক্ষণে রাখা হয়। যখন দেখা যায়, সমস্যার উন্নতি হচ্ছে না, তখন এন আর এস হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়। তিনি ডক্টর সৈকত মজুমদারের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন স্বাস্থ্যকর্তারা। চিকিৎসকদের অনুমান, অ্যালার্জি থেকে সমস্যা হয়েছে। অ্যালার্জি থাকলে এ ধরনের টিকাকরণে সমস্যা হতে পারে আগেই বলা হয়েছিল। পিঙ্কি আগে থেকে কেন অ্যালার্জির কথা জানাননি, সেজন্য ওই সরকারি হাসপাতালে কয়েকজন নার্স তাঁকে বকাবকি করেন। সেটা জানতে পেরে পিঙ্কির পরিবার প্রথমে ক্ষোভ প্রকাশ করেছিল। পরে স্বাস্থ্যভবনের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।

অন্যদিকে খবর আসে দিল্লি (Delhi) থেকে। প্রথমে জানা যায়, দু’জন স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা চরক পালিকা হাসপাতালে টিকা নেন। তারপরেই ওই দু’জন বুকে চাপ অনুভব করেন। যদিও আধ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর ওই দু’জনকে ছেড়ে দেওয়া হয়। পরে জানা যায়, দিল্লিতে সবমিলিয়ে ৫২ জন স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেই তালিকায় রয়েছেন, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিল্লির মোট ২২ জন, পূর্ব ও পশ্চিম দিল্লির ১১ স্বাস্থ্যকর্মী, দক্ষিণ-পূর্ব দিল্লি থেকে ১০টি, নয়াদিল্লি ৫টি, উত্তর পশ্চিম দিল্লি থেকে ৩টি পার্শ্বপ্রতিক্রিয়ার খবর মিলেছে। এছাড়া রাজস্থানের ন’টি জেলায় ২১ জন অসুস্থ হওয়ার খবর মিলেছে। তেলেঙ্গানায় ১১ জন ব্যক্তির শরীরেও ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #corona vaccine

আরো দেখুন