প্রযুক্তি বিভাগে ফিরে যান

কো-উইন অ্যাপে দিনভর বিভ্রাট

January 17, 2021 | < 1 min read

কো-উইন অ্যাপে (Co Win) সার্ভার বিভ্রাটের জেরে শুরুতেই ধাক্কা খেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের কোভিড টিকাকরণ কর্মসূচি। শনিবার সকালে সমস্যায় পড়তে হয় পশ্চিমবঙ্গের টিকাকর্মীদের। জের চলে রাত পর্যন্ত। কেন্দ্রের সিদ্ধান্ত ছিল, স্বাস্থ্যকর্মীদের নাম সার্ভারে নথিভুক্ত এবং প্রথম দিনের টিকাকরণের জন্য নির্বাচিত হওয়ার পর প্রত্যেককে এসএমএস (SMS) পাবেন। তা দেখিয়ে টিকাকরণ (Corona Vaccination) কেন্দ্রে প্রবেশাধিকার মিলবে। কিন্তু সার্ভার বিভ্রাটের জেরে এ রাজ্যের বহু ভ্যাকসিন প্রাপক সেই এসএমএস পাননি। অধিকাংশ প্রাপককে ফোন করে আসতে বলা হয়। লিখে লিখে নাম, ঠিকানা নথিভুক্ত করতে হয়। রাতে সংবাদসংস্থার সূত্রে খবর, কো-উইন অ্যাপে সমস্যার জেরে আগামী সোমবার পর্যন্ত মহারাষ্ট্রে টিকাকরণ কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Co-WIN, #technews

আরো দেখুন