চা বাগানে আর্থিক দুর্নীতি – ৩৫টি মামলায় জেরবার কে ডি সিং
প্রাক্তন রাজ্যসভা সাংসদ কে ডি সিংয়ের (KD Singh) অ্যালকেমিস্ট প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন তিনটি চা বাগান ২০১৫ সালে নানারকম কারণে বন্ধ হয়ে যায়। এই কারণগুলি মূলত ছিল শ্রমিকদের বেতন ও মজুরি না দেওয়া। বাগানগুলি হল, জোড়বাংলো থানার অন্তর্গত ডুথরিয়াহ টি এস্টেট এবং কালেজ ভ্যালি টি এস্টেট। তৃতীয় বাগানটি রংলিরংলিয়ট থানার অন্তর্গত পেশক টি এস্টেট।
২০১৫ সালে ট্রাইডেন্ট গ্লোবাল হংকং লিমিটেড নামক এক সংস্থার কাছে ডুথরিয়াহ টি এস্টেট এবং কালেজ ভ্যালি টি এস্টেট বিক্রি করে দেওয়া হয় এবং পেশকের ম্যানেজমেন্ট হস্তান্তর হয়।
২০১৭ সালের ২২শে নভেম্বর ডুথরিয়াহ ও কালেজ ভ্যালি টি এস্টেটস প্রাইভেট লিমিটেড দার্জিলিঙের জেলাশাসকের কাছে চিঠি দিয়ে নিজেদের পরিচয় দেয় হংকং কেন্দ্রিক ট্রাইডেন্ট গ্লোবাল সংস্থার অধীনস্থ এক সংস্থা হিসেবে। তারা চিঠিতে অভিযোগ করে অ্যালকেমিস্ট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। তাদের বক্তব্য অ্যালকেমিস্ট প্রাইভেট লিমিটেডের তাদের পুরনো কোনও বকেয়া মেটায়নি। ২০১৬ সালের সেপ্টেম্বরের চুক্তি অনুযায়ী এই টাকা মেটাতে তারা অঙ্গীকারবদ্ধ ছিল।
এরপর জেলাশাসক ওই সংস্থার কাছে কিছু নথি দেখতে চাইলে তা দেখাতে তারা ব্যর্থ হয়। এরপর এই কেসকে নবান্নতে (Nabanna) ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে পাঠানো হয়। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এই তিন চা বাগানকে (Tea Garden) ‘বন্ধ’ ঘোষণা করা হয় সরকারের তরফে। ২০১৮ সালের মে মাস থেকে সমস্ত কর্মীদের বকেয়া টাকা মেটানোর নির্দেশও দেওয়া হয়। ২০২০ সালের জুন মাস থেকে এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ কর্মী সমস্ত টাকা পেয়ে গেছেন।
দেখে নেওয়া যাক ঠিক কতগুলো কেস চলছে কে ডি সিংয়ের বিরুদ্ধেঃ