রাজ্য বিভাগে ফিরে যান

ময়নাগুড়িতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

January 18, 2021 | < 1 min read

তৃণমূল (Trinamool) কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ময়নাগুড়িতে (Moynaguri)। মৃতের নাম রঞ্জিত অধিকারী। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন রঞ্জিত। অভিযোগ, পথেই তাঁকে কয়েকজন ঘিরে ধরে। এরপর মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপান হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতেই পড়েছিলেন রঞ্জিত। আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা।

রক্তাক্ত অবস্থায় রঞ্জিতকে উদ্ধার করে ময়নাগুড়ি চূড়াভান্ডার হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির (BJP) দিকে আঙুল তোলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটক করেছে পুলিস। যাঁরা এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত।

যদিও খুনের অভিযোগ অস্বীকার করছে বিজেপি। এপ্রসঙ্গে জলপাইগুড়ির (Jalpaiguri) প্রাক্তন জেলা সভাপতি তথা বিজেপির রাজ্য কমিটির সহ সভাপতি দীপেন প্রামাণিক বলেন, “বিজেপিকে মিথ্যা ফাঁসানো হচ্ছে। এটাই করে আসছে তৃণমূল। নিজেদের মধ্যে অশান্তি করে খুনোখুনি করছে আর বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে।” ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #bjp, #jalpaiguri

আরো দেখুন