রাজ্য বিভাগে ফিরে যান

ভ্যাকসিন নিয়ে বিতর্কে বিজেপি নেতা শীলভদ্র দত্ত

January 18, 2021 | < 1 min read

যে অভিযোগ তুলে রবিবার বিজেপি তৃণমূলের (Trinamool) দিকে কামান দেগেছিলেন, সেই অভিযোগেই বিদ্ধ হলেন তারা। সংবাদমাধ্যমের চোখ এড়াতে পারলেন না বিজেপির অভিযোগকারীরা।

বিজেপির অভিযোগ ছিল, রবিবার দেশ জুড়ে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল শুধু ফ্রন্ট ওয়ারিয়র বা মেডিক্যাল পার্সনদের। কিন্তু শাসক দলের কয়েকজন বিধায়ক ভ্যাকসিন (Covid Vaccine) নিয়েছেন। যা নাকি নীতিগতভাবে ঠিক নয়! এ নিয়ে পাল্টা শাসকদলের বক্তব্য ছিল, যাদের দেওয়া হয়েছে, তাঁরা সকলে রোগী কল্যাণ সমিতির সদস্য। তাঁরাও ফ্রন্ট লাইন ওয়ারিয়র। এনিয়ে রবিবার সারাদিন রাজনৈতিক ফয়দা তোলার কসুর করেনি বিজেপি।

কিন্তু ২৪ ঘন্টার মধ্যে ধরা পড়ল আর এক চিত্র। একটি স্টিল ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তকে (Shilbhadra Dutta) । তিনি জামা খুলে বসেছেন টুলে। অর্ধেক আদুল গায়ে। নার্সিং স্টাফ তাঁকে ভ্যাক্সিন দিচ্ছেন। ছবিটি বারাকপুরের বি এন বোস হাসপাতালের।

এই ছবি হাতে আসার পরেই চাঞ্চল্য সব মহলে। সস্তার রাজনীতি করতে গিয়ে বিপাকে বিজেপি। প্রশ্ন হলো, বিজেপিতে (BJP) যোগ দেওয়া শীলভদ্রের ভ্যাক্সিন দেওয়া নিয়ে কৈলাশ-মুকুলরা কী বলেন সেটাই দেখার। রাজনৈতিক মহল বলছে, কৈলাশরা এবার নিজেদের জালেই ফেঁসেছেন।

এই ঘটনা সামনে আসার পর অবশ্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, যা হয়েছে ঠিক হয়নি, বিজেপি এই ঘটনাকে সমর্থন করে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#corona vaccine, #bjp, #Shilbhadra Dutta

আরো দেখুন