রাজ্য বিভাগে ফিরে যান

‘হিম্মত থাকলে নন্দীগ্রামে দাঁড়ান’, শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূলের

January 18, 2021 | 2 min read

বিধানসভা ভোটের আগে ফের বঙ্গ রাজনীতির স্পটলাইট হয়ে উঠছে নন্দীগ্রাম। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের বাংলার কুর্সি দখলে নন্দীগ্রামের ভূমিকা ছিল অপরিসীম। ১০ বছর পর রাজ্যে হ্যাটট্রিকের স্বপ্নপূরণে সেই নন্দীগ্রামই কার্যত পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায়। ‘লাকি’ নন্দীগ্রামে এবার ভোটে (West Bengal Assembly Election)লড়ার কথা ঘোষণা করে বিরাট চমক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ওই মঞ্চ থেকেই নন্দীগ্রামে ভোটে দাঁড়ানোর জন্য শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

এই প্রসঙ্গে শুভেন্দুর কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে সৌগত রায় বলেছেন, ‘এবার শুভেন্দু নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন তো? হিম্মত থাকলে দাঁড়ান…’। উল্লেখ্য, ২০২০ সালের শেষ লগ্নে তৃণমূল কংগ্রেস ছেড়ে হাতে গেরুয়া পতাকা তুলে নেন কাঁথির অধিকারী পরিবারের মেজছেলে। একুশের ভোটযুদ্ধের মুখে শুভেন্দুর মতো হেভিওয়েট নেতার দলবদল ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুই যে বড় ভূমিকা পালন করেছিলেন, সে বার্তা জানিয়েও সরব হন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী। এই প্রেক্ষিতে বিধানসভা নির্বাচনের মুখে শুভেন্দুরই কেন্দ্রে গিয়ে যেভাবে সেখানে ভোটে লড়ার ডাক দিলেন মমতা, তাতে একুশের মহারণের পারদ আরও চড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

অন্যদিকে, তৃণমূল সুপ্রিমোর এ হেন ঘোষণার পর শুভেন্দু অধিকারী কি তাঁর নিজের কেন্দ্রে ফের দাঁড়াবেন? এ প্রশ্ন ঘিরেই জোরদার চর্চা শুরু বঙ্গ রাজনীতিতে। এই পরিস্থিতিতে যে ভাষায় শুভেন্দুকে চ্যালেঞ্জ জানালেন সৌগত, তাও উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

এদিন, তেখালির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘নন্দীগ্রাম আমার লাকি জায়গা। নন্দীগ্রাম থেকে ২০২১ থেকে তৃণমূল জিতবে। নন্দীগ্রাম থেকেই শুরু হল তৃণমূলর জেতার পালা। কারও নাম এখনই বলছি না। পরে বলব। ভাল মানুষ দেব, যিনি সত্যিকারের আপনাদের পাশে থেকে কাজ করবেন। আমিই যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়। ভাবছিলাম। কথার কথা। একটু বললাম। একটু ইচ্ছে হল। একটু আমার মনের জায়গায়। সুব্রত বক্সিকে আমার নাম মনে রাখতে বলব’। একইসঙ্গে তিনি বলেন, ‘নন্দীগ্রাম থেকে লড়ছেন মমতা। ‘ভবানীপুর আমার বড় বোন, নন্দীগ্রাম (Nandigram) আমার মেজ বোন। পারলে দুটি কেন্দ্র থেকেই দাঁড়াব। কারণ নন্দীগ্রামে থেকেই আন্দোলন করব। নন্দীগ্রামে আমি দাঁড়াবই। আমার বিবেক একথা বলল’।

বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসের (Trinamool) নেতারা যেভাবে ‘বেসুরো’ হচ্ছেন, তাতে এ ঘোষণা করে তৃণমূলস্তরে কর্মীদের উচ্চগ্রামে উজ্জীবিত করেছেন তৃণমূলনেত্রী, এমনটাই ব্যাখ্যা রাজনীতির কারবারিদের একাংশের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Saugata Roy, #bjp, #suvendu adhikari, #tmc

আরো দেখুন