গাব্বা টেস্ট-এ ঐতিহাসিক জয়, পন্থের হাত ধরে বর্ডার-গাভাস্কার ট্রফির কব্জা রাখলো টিম ইন্ডিয়া
ঋষভ পন্তের আগ্রাসী ব্যাটিংয়ে ব্রিসবেন টেস্টে দুরন্ত জয় ভারতের। আগুনঝড়ানো পাশের সামনে বুক চিতিয়ে ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলে জয় এনে দিলেন ভারতীয় দলকে, সঙ্গে বর্ডার-গাভাস্কার ট্রফির কব্জা। গাব্বায় (Gabba) অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে পরাজিত করে টিম ইন্ডিয়া।
বৃষ্টিতে চতুর্থ দিনের খেলা শেষ হয় নির্ধারিত সময়ের আগেই। জয়ের জন্য অস্ট্রেলিয়ার ঝুলিয়ে দেওয়া ৩২৮ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ভারত চতুর্থ দিনের শেষে বিনা উইকেটে ৪ রান তোলে। রোহিত ৪ রানে অপরাজিত ছিলেন। গিল খাতা খোলেননি। সুতরাং, শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩২৪ রান।
পঞ্চম দিনের শুরুতেই ভারতীয় শিবিরে ধাক্কা দেয় অস্ট্রেলিয়া। যদিও প্রাথমিক বিপর্যয় কাটিয়ে লড়াই চানানোর মানসিকতা থেকে এক চুলও সরে আসেনি টিম ইন্ডিয়া।
কোহালিহীন ভারতের এই জয় নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার (Team India) মিডল অর্ডারের কৃতিত্ব হয়ে থাকবে।