রাজ্য বিভাগে ফিরে যান

নেতাজি সংক্রান্ত সমস্ত নথি প্রকাশ করা হোক, মোদীকে চিঠি সুখেন্দু শেখরের

January 20, 2021 | < 1 min read

নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) সংক্রান্ত সমস্ত নথি প্রকাশের দাবি তুললেন সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Ray) । এই মর্মে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিও লিখেছেন। তাঁর আরও দাবি, ‘এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি ১৯৪২-৪৫’ বইটিও প্রকাশ করা হোক।

প্রসঙ্গত, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। মঙ্গলবার সকালেই বিজ্ঞাপ্তি জারি করে কেন্দ্র ঘোষণা করে নেতাজির (Netaji) জন্মদিবসকে প্রতি বছর ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে। কিন্তু রাজ্য যে কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি নয়, মঙ্গলবার পুরুলিয়া থেকে সে বার্তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতা জানিয়েছেন, ২৩ জানুয়ারি ‘দেশনায়ক দিবস’ (Deshnayak Diwas) হিসেবেই পালন করা হবে। ওই দিন বেলা ১২টায় শঙ্খ বাজানো হবে। সওয়া ১২টায় সাইরেন বাজবে। যে যেমন ভাবে পারবে, দিনটিকে উদ‌যাপন করবেন বলেও আবেদন করেছেন মমতা। ওই দিন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে জমায়েত করে সেখান থেকে মিছিল করে নেতাজির মূর্তির কাছে যাওয়া হবেও বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Netaji Subhash Chandra Bose, #Sukhendu Sekhar Ray

আরো দেখুন