জীবনশৈলী বিভাগে ফিরে যান

অনন্য করে তুলুন বিয়েবাড়ির সাজ

January 21, 2021 | 2 min read

শুরু হয়ে গেছে বিয়েবাড়ির মরশুম! তাই প্রতিটি নেমন্তন্নেই দরকার নিত্যনতুন সাজ। বিয়েবাড়িতে এখনও সাধারণত ট্রাডিশনাল বাঙালি সাজই সাজতে ভালোবাসেন অধিকাংশ মেয়ে, আবার অনেকেই লেহঙ্গা-চোলি বা মেহন্দির সাহায্যে উত্তর ভারতীয় গন্ধ আনেন সাজে। 

কিন্তু এই ছক ভেঙে যদি একটু অন্যরকম সাজতে ইচ্ছে করে? বিয়েবাড়ির সনাতনী সাজের ছাঁচ অক্ষুণ্ণ রেখেই যদি তাতে মিশিয়ে দেওয়া যায় পাশ্চাত্যের স্মার্টনেস।

  • প্রথমেই রুটিনমাফিক মুখ পরিষ্কার করে নিন। ক্লেনজ়িংয়ের পর টোনিং অবশ্যই করতে হবে। শেষে ভালো করে ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন। ত্বক আর্দ্র থাকলে মেকআপ বসতে সুবিধে হয়।
  • এবার ফাউন্ডেশনের পালা। ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাউন্ডেশন লাগিয়ে ভালো করে ব্লেন্ড করুন। নিখুঁত মেকআপের জন্য ব্লেন্ডিং ভালো হওয়া খুব দরকার।
  • মুখের হাই পয়েন্টগুলোয়, অর্থাৎ চিকবোন, নাকের হাড়, নাকের ডগা, ভুরুর ঠিক উপরের অংশ এবং চিবুকে অল্প হাইলাইটার ডাস্ট করে দিন। তাতে মুখ উজ্জ্বল দেখাবে।
  • ব্রো ব্রাশ দিয়ে ভুরু আঁচড়ে নিন, কোথাও ফাঁকফোকর থাকলে আইব্রো পেনসিল দিয়ে ভরাট করে দিন।
  • চোখের উপরের পাতায় প্রাইমার লাগিয়ে নিন যাতে মেকআপ অনেকক্ষণ নিখুঁত থাকে।
  • চোখের ভিতরদিকের কোনা থেকে শুরু করে পুরো চোখের পাতায় হালকা ব্রাউন পাউডার আইশ্যাডো লাগান। এবার মাঝখান থেকে বাইরের দিকের কোনা পর্যন্ত লাগান গোলাপি ঘেঁষা আইশ্যাডো। এই দুটো শেডকে সুন্দর করে ব্লেন্ড করতে হবে। নিচের পাতাতেও হালকা ব্রাউন আইশ্যাডো লাগিয়ে নিন।
  • কালো লিকুইড আইলাইনার দিয়ে চোখের উপরের পাতায় ল্যাশলাইন বরাবর একটু মোটা করে রেখা টানুন। আইলাইনার ইচ্ছে করলে বাইরের দিকে সামান্য উইং করে দিতে পারেন, সন্ধের সাজে নাটকীয়তা আসবে।
  • গোলাপি লিপ পেনসিল দিয়ে ঠোঁটের আউটলাইন করে নিন, একই রং দিয়ে ভিতরটাও ভরাট করুন।
  • চুলটা ধারে সিঁথি করে ভালো করে আঁচড়ে পিছনদিকে একটা খোঁপা করুন। শাড়ির সঙ্গে রং মিলিয়ে গোলাপ লাগাতে পারেন। অন্য যে কোনও মরশুমি ফুলও দেখতে ভালো লাগবে। খোঁপার ধার বরাবর পরপর লাগিয়ে দেবেন ফুলগুলো। 

আপনার বিয়েবাড়ির সাজ রেডি!

TwitterFacebookWhatsAppEmailShare

#Marriage Party

আরো দেখুন