আগামী ২৫শে সমাবেশ মমতার পুরশুড়ায়, তৎপরতা তুঙ্গে
১০০ তোরণে সাজছে হুগলি(Hooghly) জেলা। শুধু পুরশুড়াতেই(Pursues) থাকবে ২০টি তোরণ। ২৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) পুরশুড়ায় সভা করতে আসার একদিন আগেই গোটা জেলাকে তোরণ দিয়ে সাজিয়ে তোলা হবে। জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক প্রস্তুতি তুঙ্গে। শুধু তোরণ নয়, ফ্লেক্স-ব্যানারে মুড়ে ফেলা হচ্ছে পুরশুড়া সহ সংলগ্ন এলাকাকে। মুখ্যমন্ত্রীর সভাকে সামনে রেখে পুরশুড়ার মাঠে লক্ষ মানুষের জমায়েতের পরিকল্পনা করেছে তৃণমূল(TMC)। সেই জমায়েতে লোক আসবে মিছিল আর গাড়িতে। লাগোয়া তিনটি বিধানসভা কেন্দ্র থেকে তিনশোটি মিছিল আসবে সমাবেশ স্থলে। সেকেন্দারপুরে ঢোকার তিনটি রাস্তায় করা হচ্ছে তিনটি এন্ট্রি পয়েন্ট। গাড়িতে আসা কর্মীরা সেখান দিয়ে মিছিল করে মাঠে ঢুকবে। সব মিলিয়ে তৃণমূলের অন্দরে দলনেত্রীর সভাকে কেন্দ্র করে সাজ সাজ রব। এই সভাকে সামনে রেখে ডিজিটাল প্রচার শুরু করেছে তৃণমূল। একটি বিশেষ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সভাকে ফেসবুক লাইভ করা হবে।
পাশাপাশি বিভিন্ন এলাকায় বড়পর্দায় দেখানোরও প্রস্তুতি শুরু চলছে। প্রস্তুতি শুধু তৃণমূলের অন্দরেই নয়, প্রশাসনের অন্দরেও। বুধবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ বাহিনী সভাস্থল ঘুরে গিয়েছে। বুধবার ওই বিশেষ বাহিনীর কর্তারা তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনের সঙ্গে বৈঠক করে। সেখানে মূলত মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ যাদব(Dilip Jadav) বলেন, দলনেত্রীর সভাকে ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।