কলকাতা বিভাগে ফিরে যান

সরকারি অনুষ্ঠানে রাজনীতির ছোঁয়া, ক্ষুব্ধ মমতা

January 23, 2021 | < 1 min read

আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মজয়ন্তী পালিত হচ্ছে দেশজুড়ে। সেই উপলক্ষে কলকাতায়(Kolkata) এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। ভিক্টোরিয়া মেমোরিয়ালে(Victoria Memorial) সেই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও মোদী। যদিও এই অনুষ্ঠানে বিজেপি(BJP) সমর্থকদের দুর্ব্যবহারের কারণে ছন্দপতন হল।

আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু বিজেপি সমর্থকদের দুর্ব্যবহারের কারণে বলতে পারলেন না তিনি। ক্ষোভ প্রকাশ করে বললেন, সরকারি অনুষ্ঠানে রাজনীতি উচিত নয়। কাউকে আমন্ত্রণ জানিয়ে অপমান করা উচিত নয়।

প্রশ্ন উঠছে নেতাজির মত এক দেশনায়কের জন্মদিনে রাজনীতির উর্দ্ধে উঠতে পারলেন না কেন মোদী ও তাঁর দল? এভাবেই কী দেশনায়ককে সম্মান জানাল বিজেপি? সরকারি অনুষ্ঠানে দলীয় স্লোগানও বা কেন দেওয়া হল?

TwitterFacebookWhatsAppEmailShare

#Victoria, #Mamata Banerjee, #Narendra Modi, #Controversy, #slogan

আরো দেখুন