দেশ বিভাগে ফিরে যান

বিজেপির সাথে মেলে না বাবার আদর্শ: অনিতা পাফ

January 24, 2021 | < 1 min read

নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose) দেশের জন্য যা করেছেন, তার যথাযোগ্য সম্মান পাননি, বক্তব্য নেতাজি কন্যা অনিতা বসু পাফের (Anita Basu Pfaff)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেতাজি দেশের জন্য অনেক কিছুই দিয়েছেন। কিন্তু সেই অনুযায়ী যথাযোগ্য সম্মান তাঁকে দেওয়া হয়নি।’

অনিতা জানান, নেতাজি এমন একজন মানুষ যিনি তাঁর সারা জীবনই দিয়েছেন দেশের জন্য। ফলে তাঁর আরও সম্মান পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু এতদিন তা তিনি পাননি। সুভাষ চন্দ্র বসুর কন্যা বলেন, “তিনি (নেতাজি) অবশ্যই কোন দলের অন্তর্ভুক্ত নন, তিনি একটি দেশের এবং জনগণের”। পাশাপাশি তাঁর মন্তব্য, বিজেপির সাথে মেলে না বাবার আদর্শ।

পাশাপাশি, নেতাজির ভারতরত্ন পাওয়া প্রসঙ্গে নিজের ক্ষোভ গোপন করেননি অনিতা পাফ। তাঁর কথায়, ‘নেতাজির চেয়ে কম গুরুত্বপূর্ণ বহু ব্যক্তি ইতিমধ্যেই ভারতরত্ন পেয়ে গিয়েছেন। সকলকে সম্মান জানিয়েই মনে হচ্ছে, নেতাজির এই সম্মান আরও আগে পাওয়া উচিত ছিল। তা না করে অন্য বহু ব্যক্তিকে এই সম্মান দেওয়া হয়েছে। তাই এখন আর নেতাজিকে এই সম্মান দেওয়ার কোনও মানে হয় না।’

অনিতা মনে করেন, এখন নেতাজিকে এই সম্মান দিলে, তাতে আখেরে নেতাজিকেই অসম্মান করার সামিল। তাই তার চেয়ে ভারতরত্ন না দেওয়াই শ্রেয়। তবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যা সম্মান তাঁকে দিয়েছে, তা এবার যথেষ্টই বলে মনে করেন নেতাজি কন্যা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Netaji Subhash Chandra Bose, #Anita Bose Pfaff

আরো দেখুন