আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

চার রাজধানীর পক্ষে সওয়াল মমতার, বিশ্বের এই দেশগুলিতে আছে উদাহরণ

January 24, 2021 | 2 min read

দেশের চার প্রান্তে কলকাতা সহ চারটি রাজধানীর পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে৷ যদিও পৃথিবীতে এমন বেশ কিছু দেশ রয়েছে, যেখানে সত্যিই একাধিক রাজধানী রয়েছে৷ দেশের চার প্রান্তে কলকাতা সহ চারটি রাজধানীর পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ যা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে৷ যদিও পৃথিবীতে এমন বেশ কিছু দেশ রয়েছে, যেখানে সত্যিই একাধিক রাজধানী রয়েছে৷

ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কারই দু’টি রাজধানী রয়েছে৷ শ্রীজয়বর্ধনেপুরা কোট্টে শ্রীলঙ্কার আইন এবং প্রশাসনিক বিষয়ক কাজকর্মের রাজধানী৷ আর কলম্বো দ্বীপরাষ্ট্রটির বাণিজ্যিক রাজধানী৷

দক্ষিণ আফ্রিকার আবার তিনটি রাজধানী রয়েছে৷ প্রিটোরিয়া, ব্লুমফন্টেন এবং কেপ টাউন যথাক্রমে দেশের প্রশাসনিক, বিচারবিভাগীয় এবং আইন বিভাগের রাজধানী৷ দক্ষিণ আফ্রিকাই বিশ্বের একমাত্র দেশ যার তিনটি রাজধানী রয়েছে৷

দক্ষিণ আমেরিকার দেশ চিলেতেও জোড়া রাজধানী রয়েছে৷ সান্তিয়াগো এবং ভালপারাইসো৷ সান্তিয়াগো চিলের সবথেকে বড় শহর৷ প্রশাসনিক কাজকর্ম এই শহর থেকেই হয়৷ ১৯৯০ সালে সান্তিয়াগোকে দেশের দ্বিতীয় রাজধানী হিসেবে ঘোষণা করা হয়৷

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনেও জোড়া রাজধানী রয়েছে৷ সরকারি ভাবে দেশের রাজধানী পোর্তো নোভো৷ কিন্তু সরকার পরিচালনা হয় কোটোনৌ থেকে৷ 

আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্তের দেশ সোয়াজিল্যান্ডেও দু’টি রাজধানী রয়েছে৷ এমবাবানে শহরটি দেশের প্রশাসনিক রাজধানী৷ আর লোবাম্বায় থাকেন দেশের রাজা, সেখানেই রয়েছে দেশের সংসদও৷

এই তালিকায় পরের নাম বলিভিয়া৷ বলিভিয়ার সুক্রে শহরটি দেশের সরকারি এবং বিচার বিভাগীয় রাজধানী৷ আর সরকারের কার্যকরী এবং আইন বিষয়ক দফতরগুলি রয়েছে লা পাজ শহরে৷ প্রশাসনিক রাজধানী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শহর লা পাজ৷

মালয়েশিয়াতেও কয়েক বছর আগে দু’টি রাজধানীর ব্যবস্থা শুরু হয়েছে৷ কুয়ালালামপুর দেশের রাজধানী রয়েছে, এর পাশাপাশি মালয়েশিয়ার ফেডারেল সরকার পরিচালিত হয় পুত্রাজায়া শহর থেকে৷ পুত্রাজায়াকেই দেশের দ্বিতীয় রাজধানী হিসেবে গণ্য করা হচ্ছে৷

জর্জিয়ার দুই রাজধানীর নাম তিবলিসি এবং কুটাইসি৷ সরকারের কাজকর্ম দুই শহরের মধ্যে ভাগ করে দিতেই জোড়া রাজধানীর ব্যবস্থা রয়েছে জর্জিয়ায়৷ তাছাড়া দুই শহরের ঐতিহ্যকে সম্মান করাও এর উদ্দেশ্য৷

নেদারল্যান্ডসেও রয়েছে দু’টি রাজধানী শহর৷ অ্যামস্টারডাম এবং দ্য হেগ৷ অ্যামস্টারডাম স্টেট ক্যাপিটাল হিসেবে পরিচিত আর সরকারের প্রধান কার্যালয় হয় দ্য হেগে৷ যদিও দেশের রাজা তাঁর অতিথিদের স্বাগত জানান অ্যামস্টারডাম শহরেই৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #capital

আরো দেখুন