দেশ বিভাগে ফিরে যান

সোমবার থেকেই ডিজিটাল হচ্ছে ভোটার আইডি কার্ড

January 24, 2021 | < 1 min read

এবার ডিজিটাল হচ্ছে ভোটার আইডি কার্ড। চাইলে তা ডাউনলোড করে নিতে পারবেন ভোটদাতারা।

সোমবার ২৫ জানুয়ারি National Voters Day। এদিনই নির্বাচন কমিশন(Election Commission) লঞ্চ করছে e-EPIC প্রকল্প। সূত্রের খবর অসম, কেরল, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে Digital EPIC সার্ভিস চালু হয়ে যাবে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, দুটি ধাপে ডিজিটাল EPIC দেওয়া হবে। প্রথম দফাটি চলবে ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। যারা ভোটার কার্ডের জন্য এই প্রথমবার আবেদন করেছেন তারা মোবাইল নম্বর দিয়ে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মোবাইল নম্বরটি।

জিডিটাল ভোটার কার্ড দেওয়ার দ্বিতীয় পর্বটি শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি থেকে। যাদের e-EPIC নেই তাঁরা এই সময়ে আবেদন করতে পারবেন। যাঁরা ভোটার আইডি তৈরির সময়ে ইতিমধ্যেই মোবাইল নম্বর দিয়েছেন তারা ডিজিটাল কার্ড পেয়ে যাবেন।  এই কার্ড দেওয়া থাকবে একটি QR code, ছবি, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর। এটি মোবাইলে সেভ করা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commision of India, #Voter Card

আরো দেখুন