স্বাস্থ্য বিভাগে ফিরে যান

বিয়ের আগে ব্রণ লোকাবেন কী করে

January 24, 2021 | 2 min read

আজ নয়, সেই প্রাচীন কাল থেকেই যে কোনও শুভ কাজে রয়েছে চন্দনের ব্যবহার। এমনকী ওষুধ হিসেবেও ব্যবহার করা হত চন্দন। চন্দনের সুন্দর গন্ধের জন্যই এত খ্যাতি। ভারত ছাড়াও দক্ষিণ এশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতেও দেখা পাওয়া যায় এই গাছের। 

রূপচর্চায় চন্দনের ব্যবহার সেই আদ্যিকাল থেকেই। বিভিন্ন রকম প্রসাধনী তৈরির উপাদান হিসেবে ব্যবহার ছিল চন্দনের। ব্রণ, ফুসকুড়ির হাত থেকে যেমন রেহাই মেলে তেমনই চন্দন ত্বককে ঠান্ডা রাখে ভেতর থেকে।

তাই দেখে নিন চন্দন দিয়ে তৈরি কিছু ফেসপ্যাকের রেসিপি।

রূপচর্চায় চন্দন

ব্রন, বলিরেখা থেকে ট্যান এই সব সমস্যারই মুশকিল আসান হল চন্দন। চন্দনের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত সঞ্চালন ঠিক রাখে। রক্তকে পরিষ্কার রাখে। সেই সঙ্গে ত্বককে রাখে পরিষ্কার। এছাড়াও ট্যান দূর করতেও সাহায্য করে চন্দন। হলুদ গুঁড়ো, গোলাপ জল আর চন্দন একসঙ্গে মিশিয়ে লাগাতে পারলে ডার্ক সার্কেল কমে যায়। এমনকী মুখে কোনও দাগ থাকলে তাও মিলিয়ে যায়।

দুধ-চন্দনের ফেসপ্যাক

ত্বককে ভেতর থেকে উজ্জ্বল রাখতে সাহায্য করে এই ফেসপ্যাক। দুধের সঙ্গে চন্দন পাউডার, মূলতানি মাটি, গোলাপ জল মিশিয়ে একটি প্যাক বানান। এই প্যাক বানিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। এরপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। তবে খুব বেশি শুকনো করে ফেলবেন না। এতে টান ধরে মুখের চামড়ায়য়। পরবর্তীতে চামড়া কুঁচকে যাওয়ার মতো সমস্যা আসতে পারে। এই ফেসপ্যাক সবরকম ত্বকেই লাগানো যাবে

হলুদের ফেসপ্যাক

কাঁচা হলুদ বেটে অথবা কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করা (হলুদ গুঁড়ো) একটি বাটিতে নিন। এবার ওর মধ্যে একচামচ মধু, শসার রস তিন চামচ, একচামচ চালগুঁড়ি, এক চামচ বেসন আর একচামচ চিনি দিন। এবার ওর মধ্যে এক চামচ চন্দন পাউডার দিয়ে গোলাপ জল মিশিয়ে প্যাক বানান। সপ্তাহে দুদিন এই প্যাক ব্যবহার করুন। সবকরম ত্বকেই চলবে এই প্যাক।

কমলালেবু ও নিমের ফেসপ্যাক

যাঁদের ত্বকে তেলভাব বেশি, খুব বেশি ব্রণ হয় এই ফেসপ্যাক তাঁদের জন্য। একটি বাটিতে চন্দনের গুঁড়ো, কমলালেবুর রস, নিম পাতা বাটা, মূলতানি মাটি নিন। এর সঙ্গে মধু আর পাতিলেবুর রস মেশান। এবার গোলাপ জল দিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন এই প্যাক লাগালে ভালো উপকার পাবেন। মুখ ধুয়ে একটু বরফও ঘষে নিতে পারেন।

টমেটোর ফেসপ্যাক

টমেটোর রস, মধু, চালগুঁড়ি, চন্দন মিশিয়ে এই প্যাক বানান। মুখের যেখানে দাগ-ছোপ রয়েছে সেই অংশ গুলোতে ভালো করে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। স্নানের আগে প্রতিদিন এই প্যাক লাগালে দূর হবে দাগ-ছোপ। খুলবে মুখের জেল্লা।

মূলতানি মাটি ও গোলাপ জল

মূলতানি মাটি, গোলাপ জল আর টকদই মিশিয়ে এই প্যাক বানান। যাঁদের স্কিন একটু বেশি অয়েলি তাঁদের জন্য খুব ভালো। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই প্যাক লাগান। ১৫ মিনিট রেখে ভালো করে ধুয়ে নিন। এবার মুখে ভালো করে গোলাপ জল লাগিয়ে ঘুমোতে যান।

শসা ও আলুর রসের প্যাক

শসার রস দু চামচ, আলুর রস দুচামচ নিন । এই দুটো ভালো করে মিশলে ওর মধ্যে মধু আর লেবুর রস দিন। এবার ওর মধ্যে হাফ চামচ চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। প্রতিদিন সুবিধামতো যে কোনও একটা সময় এই প্যাক মুখে লাগান। মুখ থেকে ক্লান্তিভাব দূর হয়ে যাবে।

পাকা কলা ও মধু

যাঁদের ত্বক একটু বেশি শুষ্ক তাঁরা মধু, কলা, মূলতানি মাটি, চন্দন আর দুধের সর একসঙ্গে মিশিয়ে প্যাক বানান। এবার স্নানের আগে ওই প্যাক ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে ঠান্ডা জলে ধুয়ে নিন। তবে এই ফেসপ্যাক লাগানোর পর মুখে কোনও একটা সিরাম লাগিয়ে নেবেন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Wedding Day, #Acne

আরো দেখুন