কলকাতা বিভাগে ফিরে যান

চক্রান্ত করে মমতাকে অপমান করার জন্যই স্লোগান? ইঙ্গিত তথাগতর টুইটে

January 24, 2021 | < 1 min read

মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খ্যাপানোর জন্যই কিছু মানুষ মজা করে জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন। প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগানের পর যেভাবে মমতা প্রতিবাদে সরব হলেন তাকেও কটাক্ষ করলেন তথাগত রায়।

প্রাক্তন রাজ্যপাল বললেন এর আগেও একই স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বেজায় চটে গিয়েছিলেন মমতা। তাই এই জয় শ্রীরাম স্লোগান দেওয়া কোনও অন্যায়ের কিছু নয় বলে মত তথাগতবাবুর। কিন্তু প্রশ্ন উঠছে, তথাগতবাবু যে ‘মজা’ করা এবং মুখ্যমন্ত্রীকে ‘খ্যাপানো’র কথা বললেন তা এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত?

রাজনৈতিক মহলের একাংশের মত , যেখানে একই মঞ্চে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সম্মানীয় মানুষজন উপস্থিত রয়েছেন সেই সরকারি অনুষ্ঠানে দর্শকাসন থেকে একদিকে যেমন এই ধরনের স্লোগান একেবারেই বেমানান। ঠিক তেমনি তথাগতবাবু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মজা ও তাঁকে খ্যাপানোর জন্য জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে সমর্থন করলেন তারও বিরোধিতা করে রাজনৈতিক মহলের একাংশের কথায়, সব কথা সব জায়গায় মানায় না। বলাও যায় না।

এদিকে তথাগত রায়ের বিতর্কিত মন্তব্যের সাথে একমত নন তাঁরই দলের কয়েকজন নেতা। তাঁদের অন্যতম শমীক ভট্টাচার্যের কথায়, ‘এই ধরনের অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান না উঠলেই ভালো হত। তাঁর কথায়, ‘এটা অনভিপ্রেত’। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ও যেভাবে প্রতিবাদে সরব হলেন সেটাও ঠিক করেননি বলে মন্তব্য সব্যসাচী দত্তের ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Bennerjee, #tathagata roy

আরো দেখুন