ধুপগুড়ির দুর্ঘটনাকবলিতদের মুহূর্তের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড
জলপাইগুড়ি জেলা প্রশাসনের মানবিক উদ্যোগ ফের দেখা গেল ধুপগুড়ির সড়ক দুর্ঘটনার পর। মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় জখম এক ব্যক্তির পরিবারের হাতে তড়িঘড়ি স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দিল জেলা প্রশাসন। শুক্রবার রাতে জেলা প্রশাসনের পক্ষে দুর্ঘটনায় জখম ময়নাগুড়ির অজয় মন্ডলের বাবার হাতে স্বাস্থ্যসাথীর কার্ড (Swasthya Sathi Card) তুলে দেন অতিরিক্ত জেলা শাসক বিবেক ডি ভাসমে।
গত ২০ জানুয়ারি ধুপগুড়িতে (Dhupguri) বোল্ডার বোঝাই ট্রাক দুটি বিয়ে বাড়ির গাড়ির উপরে উল্টে গেলে ১৪ জন মারা যান। জখম হন আরো অনেকে। সড়ক দুর্ঘটনায় জখম অনেকেই স্বাস্থ্যসাথীর কার্ড করেননি। যার মধ্যে ময়নাগুড়ির জখম কিশোর অজয় মন্ডল রয়েছে। বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
বিষয়টি পর্যটন মন্ত্রী গৌতম দেবের (Gautam Deb) কানে গেলে তিনি তড়িঘড়ি জলপাইগুড়ি জেলা প্রশাসনকে কার্ড তৈরি করে দেওয়ার নির্দেশ দেন। এর পাশাপাশি রায়গঞ্জের কুকুরজানের মসলিমা খাতুনের হাতেও দ্রুততার সাথে তুলে দেওয়া হয় কার্ড।