এবছর পদ্ম পুরস্কার পাচ্ছেন ১১৯ জন
সাধারণতন্ত্র দিবসের(Republic Day) প্রাক্কালে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্ম পুরস্কারের (Padma Awards) তালিকা সোমবার ঘোষণা করা হল। এর অধীনে পদ্ম বিভূষণ(Padma Bibhushan), পদ্মভূষণ(PadmaBhushan) এবং পদ্মশ্রী(Parnasree) তিনটি বিভাগ রয়েছে।
এবার ১১৯ জন তারকা পদ্ম সম্মান পেতে চলেছেন। এর মধ্যে রয়েছে ৭ জন পদ্ম বিভূষণ, ১০ জন পদ্মভূষণ এবং ১০২ জন পদ্মশ্রী পুরস্কার পাবেন। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হবে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, গায়ক এসপি বালাসুব্রাহ্মণিয়াম (মরণোত্তর), বালি শিল্পী সুদর্শন সাহু, প্রত্নতাত্ত্বিক বিবি লালকে পদ্মবিভূষণে সম্মানিত করা হবে।
এবছর বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন:
শিক্ষা এবং সাহিত্যের জন্যে পাচ্ছেন ধর্ম নারায়ণ বর্মা।
শিল্পের জন্যে বীরেন কুমার বসাক।
শিক্ষা এবং সাহিত্যের জন্যে সুজিত চট্টোপাধ্যায়।
ক্রীড়ায় অবদানের জন্যে পুরস্কারল পাচ্ছেন মৌমা দাস।
শিল্পে নারায়ণ দেবনাথ।
শিক্ষা এবং সাহিত্যে জগদীশ চন্দ্র হালদার।
সমাজ কল্যাণমূলক কাজে অবদানের জন্যে পুরস্কার পাচ্ছেন গুরুমা কমলি সোরেন।