রাজ্য বিভাগে ফিরে যান

মমতার বিরুদ্ধে প্রার্থী নিয়ে দিলীপের মন্তব্যে ক্ষোভ বিজেপির অন্দরেই

January 25, 2021 | 2 min read

এবারের বিধানসভা ভোটে দুটো কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বলে বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূলনেত্রী(TMC) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। যে দু’টি কেন্দ্র থেকে তিনি দাঁড়াতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন, তা হল নন্দীগ্রাম(Nandigram) এবং ভবানীপুর(Bhawanipur)। সেই মন্তব্যের পরেই কটাক্ষ করতে শুরু করে বিজেপি। এমনকী জোর গলায় দাবি করে, তিনি যদি ২৯৪টি আসনেই প্রার্থী হন, তাহলেও, তাঁকে হারাবে বিজেপি(BJP)। কিন্তু তৃণমূলনেত্রীকে পরাজিত করার দাবি তো দূর, ওই দুই কেন্দ্রে মমতার বিরুদ্ধে প্রার্থী কে হবেন, তাই বেছে উঠতে পারেনি বিজেপি। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিতেই রীতিমতো হিমশিম খাচ্ছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) রবিবার জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীতালিকা নিয়ে আলোচনা শুরু হবে রাজ্যে ভোট ঘোষণার পর।’ তাঁর এই দায়সারা উত্তরই দলের অন্দরে প্রশ্ন তৈরি করেছে। রাজনৈতিক মহলের মতে, দিলীপবাবুর এহেন মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোকে বিজেপি আক্ষরিক অর্থেই বেকায়দায় পড়ে গিয়েছে। যে কারণে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে কে লড়াই করবেন, তা নিয়ে প্রাথমিকভাবেও কোনও চর্চা শুরু করতে পারছে না রাজ্য নেতৃত্ব।
কেন বিজেপি’র এমন দিশাহারা অবস্থা? দলের অন্দরের খবর, তৃণমূলনেত্রীর বিরুদ্ধে সাফল্য আদৌ পাওয়া যাবে কি না, তা নিয়েই সন্দিহান নেতৃত্ব। এমনকী কোনও বড় হেভিওয়েট নেতাকেও প্রার্থী করলে সাফল্য মিলবে কি না সন্দেহ। আর সাফল্য না মিললে আদতে মুখ পুড়বে বিজেপিরই। অথচ এবারের বঙ্গভোটকে একপ্রকার নিজেদের ‘প্রেস্টিজ ফাইট’ হিসেবে দেখতে চাইছেন অমিত শাহ, জে পি নাড্ডারা। তাই এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে লেজেগোবরে হচ্ছে বঙ্গ বিজেপি। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করবে, তা নিয়ে কৌতূহল থাকলেও, চুপ থাকছে গেরুয়া শিবির। রবিবার স্বয়ং বিজেপির রাজ্য সভাপতিও একপ্রকার সেই জল্পনায় জল ঢেলে দিলেন বলেই মনে করা হচ্ছে। এদিন দিলীপবাবু বলেছেন, ‘বিজেপি কোথায় কাকে প্রার্থী করবে, তা তালিকা বেরনোর পরেই সবাই দেখতে পাবেন। নন্দীগ্রাম বা ভবানীপুরে কে দলীয় প্রার্থী হবেন, তা নিয়ে দল এখনও পর্যন্ত কোনও আলোচনা করেনি। বাংলায় আগে ভোট ঘোষণা হোক, তারপর এ ব্যাপারে আলোচনা হবে।’ এবার প্রার্থীতালিকা বাছাইয়ের ক্ষেত্রে বিজেপির সবথেকে বড় চিন্তা, গোষ্ঠীদ্বন্দ্ব। আদি এবং নব্য বিজেপির কোন্দল।
কেন্দ্রীয় বিজেপি সূত্রের খবর, রাজ্য বিজেপির এহেন দায়সারা মনোভাবে ক্ষোভ সৃষ্টি হচ্ছে দলের অন্দরেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বঙ্গ বিজেপিকে নির্দেশ দিয়েছেন, বাংলার ভোটে অন্তত ২০০টি আসনে জয়লাভ করতেই হবে। লক্ষ্যপূরণের উদ্দেশ্যে বারবার বাংলায় আসছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। এমনকী প্রতি মাসে নিয়ম করে রাজ্যে যাচ্ছেন অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। চলতি সপ্তাহেই ফের দু’দিনের সফরে রাজ্যে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী মাসের গোড়ায় রাজ্যে যাওয়ার কথা জে পি নাড্ডারও। কেন্দ্রীয় নেতৃত্ব যেখানে তৎপরতা বাড়াচ্ছে, সেখানে রাজ্য নেতৃত্বের গয়ংগচ্ছ মনোভাবে অসন্তুষ্ট কেন্দ্রীয় নেতারা। দলীয় সূত্রের খবর, দলকে চাঙ্গা করতে উল্লিখিত ইস্যুতে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #bjp, #dilip ghosh, #West Bengal Election 2021

আরো দেখুন