← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের তিন শতাধিক প্রাক্তন কেএলও’কে চাকরি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় তিন শতাধিক প্রাক্তন কেএলও(কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন)-কে পুলিশের স্পেশাল হোমগার্ডে নিয়োগ করা হল। সোমবার জলপাইগুড়ি জেলায় ১২৭ জনকে নিয়োগ করা হয়। প্রাক্তন কেএলও-রা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে তাঁর পাশে থাকারও আশ্বাস দিয়েছেন।
বাম আমলে পৃথক কামতাপুর রাজ্য, পৃথক ভাষার দাবিতে উত্তরবঙ্গে আন্দোলনে শামিল হয়েছিলেন কেএলও-রা। দীর্ঘ আন্দোলনের পর বাম আমলেই তাঁরা আদালতে জামিন পেয়ে মূলস্রোতে ফেরেন। কিন্তু বিকল্প কর্মসস্থানের দাবিতে দীর্ঘদিন ধরেই তাঁদের আন্দোলন চলছিল। এর আগেও দুই শতাধিক প্রাক্তন কেএলও (KLO) পুলিশে চাকরি পেয়েছেন।