আগামী ১০ ফেব্রুয়ারি ফের খুলছে বেলুড় মঠ
আগামী ১০ ফেব্রুয়ারি, বুধবার সকাল থেকে দর্শনার্থী ও ভক্তদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে বেলুড় মঠের (Belur Math) দরজা। প্রতিদিন সকাল ৮.৩০টা থেকে বেলা ১১টা এবং বিকেলে সাড়ে তিনটে থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত দর্শন করা যাবে। তবে করোনা সংক্রান্ত যাবতীয় সরকারি বিধিনিষেধ জারি থাকবে। অর্থাৎ মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি (Social Distance) মেনে চলা বাধ্যতামূলক। সোমবার এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন বেলুড় মঠের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ।
এদিন তিনি বলেন, ‘আমাদের আগে সিদ্ধান্ত হয়েছিল ২৬ জানুয়ারি পর্যন্ত মঠ বন্ধ রাখা হবে। পরে অছি পরিষদ সিদ্ধান্ত নেয় ১০ ফেব্রুয়ারি খুলে দেওয়া হবে মঠ। তবে প্রসাদ বিতরণ, গুরু মহারাজদের প্রণাম, মা সারদাব্রততে নরনারায়ণ সেবা এবং সন্ধ্যারতি দর্শন বন্ধ থাকবে। বসে ধ্যান করা যাবে না।’ সব মন্দির ঘুরে দেখার ক্ষেত্রে অবশ্য কোনও বিধিনিষেধ থাকছে না। কিছুদিন এভাবে চলার পর কোনও সমস্যা না হলে পুরোপুরি স্বাভাবিক করে দেওয়া হবে বলে জানিয়েছেন সুবীরানন্দ মহারাজ।
তিনি আরও বলেন, ‘সরকারের লকডাউন উঠে যাওয়ার দিন, অর্থাৎ ১৫ জুন মঠ খুলে দেওয়া হয়েছিল। খোলা ছিল প্রায় ৪৫ দিন। দর্শনার্থীরা করোনা বিধি মেনে ঢুকতে পেরেছিলেন। কিন্তু আমাদের অনেক বৃদ্ধ সন্ন্যাসী করোনা আক্রান্ত হয়ে পড়েন। সেই সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন আসে। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ফোন করে উদ্বেগ প্রকাশ করেন। স্বাভাবিক কারণেই বেলুড় মঠকে আবার করোনামুক্ত করার জন্য উদ্যোগ নিতে হয়েছে। এখন বেলুড় মঠ পুরোপুরি করোনামুক্ত। আমাদের মনে হয়েছে, করোনার ঝুঁকি সার্বিকভাবেই কমেছে অনেকটা। ধীরে ধীরে আমরা পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনব।’
প্রতিবছর ফেব্রুয়ারি প্রথম দিকে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উদযাপন হয় বেলুড় মঠে। এবার সেই তিথি পড়েছে আগামী ৪ ফেব্রুয়ারি। জন্মতিথির দিনে প্রচুর মানুষের সমাগম হতো বেলুড় মঠে। তবে এবার ওই দিন স্বামীজিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান মঠের নিজস্ব ইউ টিউব চ্যানেলে এবং ভার্চুয়াল মাধ্যমে দেখতে পারবেন। প্রসঙ্গত, ২০২০ সালে ২৫ মার্চ লকডাউন ঘোষণার দিন থেকেই বন্ধ হয়েছিল বেলুড় মঠ। ১৫ জুন খোলার পর তা আবার বন্ধ হয়ে যায় ১ আগস্ট। ১০ ফেব্রুয়ারি ফের খুলতে চলেছে মঠের দরজা।