রাজ্য বিভাগে ফিরে যান

স্বাস্থ্য সাথীর কার্ড না পেলে তাৎক্ষণিক সুবিধা দিতে আনা হচ্ছে টেম্পোরারি কার্ড

January 26, 2021 | < 1 min read

স্বাস্থ্য সাথীর কার্ড পেয়ে গেছেন, তাঁরা বিনামূল্যে পরিষেবা পাবেন। যারা কার্ড পাননি, তাদেরও চিন্তার কোন কারণ নেই। এই সময়ের মধ্যে যদি ভোটের ঘোষণা হয়ে যায়, তাতেও কোন সমস্যা নেই। তাদেরকে একটা টেম্পোরারি কার্ড দেয়া হবে। এই কার্ড দেখিয়ে স্বাস্থ্যসাথী কার্ড এর সুবিধা পাওয়া যাবে। পরবর্তীতে এই কার্ড দেখিয়েই পাওয়া যাবে স্মার্ট কার্ড। গতকাল পুরশুড়ার জনসভা থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এই ঘোষণাই করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রে খবর, এই স্মার্ট কার্ড তৈরি করতে গেলে যে মেশিন দরকার তা ১০ লক্ষের বেশি কার্ড তৈরি একসঙ্গে তৈরি করতে পারছে না। রাজ্যের সমস্ত মেশিন মিলিয়েও ১০ লক্ষের বেশি কার্ড একসঙ্গে তৈরি করতে পারছে না। অথচ আবেদন জমা পড়েছে কয়েক কোটি। এ কারণেই কিছুটা সময় লেগে যাচ্ছে।

জানা যাচ্ছে, তাৎক্ষণিক সুবিধা দিতেই এই টেম্পোরারি কার্ড দেওয়া হবে। রেশন কার্ডের (Ration Card) ক্ষেত্রে যেমন স্লিপ দেওয়া হয়, তেমনি এখানে দেয়া হবে টেম্পোরারি কার্ড। এর ফলে কার্ড না থাকলেও সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না। মুখ্যমন্ত্রীর জানান যে, প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিত্সা দেয়া হবে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পরেও ৫ লক্ষ টাকা করে ক্যাশলেস ট্রিটমেন্ট দেয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেছেন যে, কেউ যদি স্বাস্থ্য সাথীর (Swasthya Sathi) কার্ড নিতে আপত্তি করে, তাহলে সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানাতে। কার্ড এর পেছনে একটা নাম্বার দেওয়া আছে। সে নাম্বারে অভিযোগ জানালে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Swasthya Sathi

আরো দেখুন