রাজ্য বিভাগে ফিরে যান

ট্রাক্টর প্যারেডে অনভিপ্রেত ঘটনায় কেন্দ্রকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী

January 26, 2021 | < 1 min read

মঙ্গলবার কৃষকদের ট্র্যাক্টর প্যারেডকে (Tractors Rally) কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী৷ পুলিশের বাধা এড়িয়ে লালকেল্লা চত্বরে ঢুকে পড়েন বিক্ষোভকারী কৃষকদের একাংশ৷ আর সেই বিশৃঙ্খলার মধ্যেই ট্রাক্টর উল্টে প্রাণ হারান এক কৃষক৷

প্রতিবাদী কৃষকরা (Farmers Protest) আইটিও থেকে লুটিয়েন দিল্লির দিকে এগোতেই পুলিশ তাঁদের বাধা দেয়৷ দু’ পক্ষে সংঘর্ষ শুরু হয়৷ বাধ্য হয়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ৷ ছোড়া হয় টিয়ার গ্যাস৷

এই অনভিপ্রেত ঘটনার জন্যে কেন্দ্রীয় সরকারের দমনপীড়ন নীতিকেই দুষছে সমগ্র রাজনৈতিক মহল।

এইবার এদিনের ঘটনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজকের এই ঘটনার প্রতিবাদে টুইট করেন তিনি। লেখেন, ‘আজ দিল্লির রাস্তায় যা ঘটলো, তা দেখে আমি মর্মাহত। কৃষক ভাই- বোনদের প্রতি কেন্দ্রীয় সরকারের অসংবেদনশীলতা এবং উদাসীনতাই এই পুরো ঘটনার জন্যে দায়ী। প্রথমত, কৃষকদের কোনরকম মতামত না নিয়েই পাশ করানো হয় এই বিল। তারপর গত দুমাস ধরে সীমান্তে কৃষি আন্দোলনকেও ভীষণ গুরুত্বহীনতার সাথে দেখা হয়। কেন্দ্রের কৃষকদের সাথে আলোচনায় বসে এই কৃষকবিরোধী আইনকে বাতিল করা উচিত’।

এর আগেও বহুবার কৃষক আন্দোলন নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষি বিল (Farm Bills) পাশের দিনও তাঁর দলের সাংসদদেরই এই বিলের সবচেয়ে বেশি বিরোধীতা করতে দেখা যায়। বেশ কয়েকবার দিল্লির সীমান্তে প্রতিনিধি পাঠিয়ে কৃষকদের সাথে তিনি নিজে কথাও বলেছেন। আজ এই টুইটের মাধ্যমে আরো একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tractors Rally, #Mamata Banerjee, #Farmers' protest

আরো দেখুন