উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পর্যটনের প্রসারে এবার পাহাড় ও সমতলে হবে কার্নিভাল

January 26, 2021 | < 1 min read

ফেব্রুয়ারি মাসে পাহাড় ও সমতলে তিনদিন ব্যাপী হবে হিমালয়ান কার্নিভাল (Carnival)। করোনার জেরে থমকে থাকা পর্যটন শিল্পকে (Tourism) চাঙ্গা করতেই এই উৎসব করছে পর্যটন দপ্তর। সোমবার উৎসবের পোস্টার উদ্বোধনের পর পর্যটনমন্ত্রী গৌতম দেব (Gautam deb) বলেন, ৫ ফেব্রুয়ারি দার্জিলিং ম্যালে অনুষ্ঠানের সূচনা হবে। ৬ ফেব্রুয়ারি কালিম্পংয়ে এবং ৭ ফেব্রুয়ারি গজলডোবায় উৎসব হবে। তিনটি জায়গাতেই হস্তশিল্পের, খাবারের এবং বিভিন্ন দপ্তরের স্টল থাকবে।

এছাড়া, অনুষ্ঠানে আলোকচিত্র (ফটোগ্রাফি) প্রদর্শনী, বার্ড ওয়াচ ও নৌকা বিহারের ব্যবস্থা থাকবে। তিনটি অনুষ্ঠানে পরিবেশিত হবে লোকসঙ্গীত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে বনদপ্তর, জিটিএ সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এদিন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বৈঠক করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tourism, #Gautam Deb, #Dooars Tourism and Cultural Carnival 2021

আরো দেখুন