নেতাজিকে উৎসর্গিত আজকের রেড রোডের কুচকাওয়াজ: মমতা
আজ সাধারণতন্ত্র দিবস(Republic Day) উপলক্ষে রেড রোডে(Red Road) হবে বিশেষ অনুষ্ঠান৷ সেখানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)৷ আজকের এই কুচকাওয়াজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে(Netaji Subhash Chandra Bose) উৎসর্গ করা হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ২ হাজার পুলিশ মোতায়ন থাকবেন এই অনুষ্ঠানে৷
প্রতি বছরই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শহর কলকাতাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়৷ এবার তার ব্যতিক্রম হচ্ছে না৷ এমনটাই লালবাজার সূত্রে খবর৷ শহর কলকাতার পাশাপাশি সারা রাজ্য জুড়েই কড়া নিরাপত্তার থাকবে৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তও৷
লালবাজার সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শহরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে৷ সারা শহর জুড়ে থাকবেন প্রায় ৫ হাজার পুলিশ৷ এদের মধ্যে ডিসি পদমর্যাদার অফিসাররা রয়েছেন৷ এছাড়া রেড রোড ও সংলগ্ন এলাকাকে কয়েকটি জোনে ভাগ করা হয়েছে৷ নজরদারির চালানোর জন্য ওই সব এলাকায় থাকছে ওয়াচ টাওয়ার৷ পাশাপাশি শহরের রাস্তায় টহল দেবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড৷
শহরের শপিংমল, বাস স্ট্যান্ড, ও গঙ্গার ঘাট সহ গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি থাকবে পুলিশের৷ সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সোমবার বিশেষ তল্লাশি অভিযান চলে হাওড়া স্টেশনে৷ গোলাবাড়ি থানা, জি আরপি, আরপিএফ, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হাওড়া স্টেশনে তল্লাশি চালানো হয়। সাধারণতন্ত্র দিবসে প্রতিটি মেট্রো স্টেশনেও বিশেষ নজরদারির করবে কলকাতা পুলিশ৷