বিজেপি শাসিত আসামে ৫৬ শতাংশ বিধায়কই কোটিপতি – শীর্ষ তালিকায় তাবড় গেরুয়া নেতা, রয়েছেন মুখ্যমন্ত্রীও
দিন যত গড়াচ্ছে বাংলা(West Bengal), তামিলনাড়ু(Tamil Nadu), কেরালার(Kerala) পাশাপাশি বিধানসভা ভোটের উত্তাপ বাড়ছে আসামেও(Assam)। এদিকে ভোটের আগেই সামনে এসে পড়ছে আসামের বিধায়কদের সম্পত্তির খতিয়ান। যা দেখে চমকে উঠছেন সকলে। সেখানে দেখা যাচ্ছে আসামের মোট এমএলএদের মধ্যে ৫৬ শতাংশের ১ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে।
এমনকী এই তালিকায় রয়েছেন চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল(SarbanandSonwal) এবং হিমন্ত বিশ্ব শৰ্মার(Himant Biswa Sharma) মতো বিজেপি নেতাও। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এবং অসং ইলেকশন ওয়াচের (এডাব্লু) তরফে এই খতিয়ান সামনে আনা হয় বলে জানা যাচ্ছে। বর্তমানে ১২৬ জন বিধায়কের মধ্যে ১১৯ জনের সম্পত্তির খতিয়ান যাচাই করা হয় বলে জানা যাচ্ছে। তারপরেই সামনে আসে এই চমকপ্রদ তথ্য।
প্রকাশিত রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছে এই ১১৯ জন বিধায়কের মধ্যে ৬৭ জনই কোটিপতি। এমনকী কোটিপতিদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে অসম গণ পরিষদের (এজিপি) বিধায়ক নরেন সোনোয়াল। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৩৪ কোটি টাকার কাছাকাছি বলে জানা যাচ্ছে। তিনিই সবথেকে ধনী বিধায়ক বলে জানা যাচ্ছে।
পাশাপাশি অন্যান্য ধনী বিধায়কদের তালিকায় রয়েছেন বিজেপির নারায়ণ ডেকা। যার সম্পত্তির পরিমাণ ১৭.২ কোটি টাকা। অন্যদিকে আবার তালিকায় রয়েছেন আইইউডিএফের আবদুর রহিম আজমল। যার সম্পত্তির পরিমাণ ১৩.১১ কোটি টাকা। বিজেপির তেরশ গোয়াল্লার সম্পত্তির পরিমাণও ৮.৯৯ লক্ষ টাকা। অন্যদিকে রিপোর্ট অনুযারী বর্তমানে আসামের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১.৮৫ কোটি টাকা। সেখানে হিমন্ত বিশ্ব শর্মার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬.৩৮ কোটি টাকা বলে জানা যাচ্ছে।
প্রকাশিত রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছে এই ১১৯ জন বিধায়কের মধ্যে ৬৭ জনই কোটিপতি। এমনকী কোটিপতিদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে অসম গণ পরিষদের (এজিপি) বিধায়ক নরেন সোনোয়াল। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৩৪ কোটি টাকার কাছাকাছি বলে জানা যাচ্ছে। তিনিই সবথেকে ধনী বিধায়ক বলে জানা যাচ্ছে।
পাশাপাশি অন্যান্য ধনী বিধায়কদের তালিকায় রয়েছেন বিজেপির নারায়ণ ডেকা। যার সম্পত্তির পরিমাণ ১৭.২ কোটি টাকা। অন্যদিকে আবার তালিকায় রয়েছেন আইইউডিএফের আবদুর রহিম আজমল। যার সম্পত্তির পরিমাণ ১৩.১১ কোটি টাকা। বিজেপির তেরশ গোয়াল্লার সম্পত্তির পরিমাণও ৮.৯৯ লক্ষ টাকা। অন্যদিকে রিপোর্ট অনুযারী বর্তমানে আসামের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১.৮৫ কোটি টাকা। সেখানে হিমন্ত বিশ্ব শর্মার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬.৩৮ কোটি টাকা বলে জানা যাচ্ছে।
প্রকাশিত রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছে এই ১১৯ জন বিধায়কের মধ্যে ৬৭ জনই কোটিপতি। এমনকী কোটিপতিদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে অসম গণ পরিষদের (এজিপি) বিধায়ক নরেন সোনোয়াল। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৩৪ কোটি টাকার কাছাকাছি বলে জানা যাচ্ছে। তিনিই সবথেকে ধনী বিধায়ক বলে জানা যাচ্ছে।
পাশাপাশি অন্যান্য ধনী বিধায়কদের তালিকায় রয়েছেন বিজেপির নারায়ণ ডেকা। যার সম্পত্তির পরিমাণ ১৭.২ কোটি টাকা। অন্যদিকে আবার তালিকায় রয়েছেন আইইউডিএফের আবদুর রহিম আজমল। যার সম্পত্তির পরিমাণ ১৩.১১ কোটি টাকা। বিজেপির তেরশ গোয়াল্লার সম্পত্তির পরিমাণও ৮.৯৯ লক্ষ টাকা। অন্যদিকে রিপোর্ট অনুযারী বর্তমানে আসামের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১.৮৫ কোটি টাকা। সেখানে হিমন্ত বিশ্ব শর্মার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬.৩৮ কোটি টাকা বলে জানা যাচ্ছে।