রাজ্য বিভাগে ফিরে যান

কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব, আজ থেকে বিধানসভার বিশেষ অধিবেশন

January 27, 2021 | < 1 min read

কেন্দ্রের নয়া কৃষি আইনের (Farm Laws) বিরোধিতায় প্রস্তাব গ্রহণ করতে আজ থেকে দু’দিনের বিধানসভা অধিবেশন হতে চলেছে। ওই অধিবেশনে তৃণমূলের সমস্ত বিধায়কের উপস্থিতি বাধ্যতামূলক করতে জারি করা হয়েছে হুইপ। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে সরকারপক্ষ বিধানসভার (West Bengal Legislative Assembly) কার্যবিধির ১৬৯ ধারায় সরকারি প্রস্তাব আনতে চলেছে।

ইতিমধ্যেই রাজস্থান ও পঞ্জাবের কংগ্রেস সরকার এই ধরনের প্রস্তাব পাশ করেছে। পরিষদীয় মন্ত্রী জানিয়েছেন, মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথম কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে একটি সর্বদলীয় প্রস্তাব আনা হবে। সঙ্গে কৃষকদের স্বার্থে আইনগুলি বাতিলের দাবি করবে রাজ্য। দ্বিতীয়ত, জিএসটি ৫ শতাংশ বৃদ্ধির দাবিতেও একটি প্রস্তাব আনা হবে।

বাজেট অধিবেশন নিয়ে সরকার পক্ষ পরে আলোচনা সাপেক্ষে জানাবে বলে জানিয়েছেন পার্থ। আপাতত ২৭-২৮ তারিখেই বসবে অধিবেশন।

এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমরা চেষ্টা করব যাতে এই প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। আমি জানি বিজেপি (BJP) এই প্রস্তাব সমর্থন করবে না। তবে আমার আশা, অন্য রাজনৈতিক দলগুলি এতে সমর্থন জানাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Farm Laws, #West Bengal Legislative Assembly

আরো দেখুন