রাজ্য বিভাগে ফিরে যান

অভূতপূর্ব সাফল্য দুয়ারে সরকার কর্মসুচিতে, নবান্নে বই প্রকাশ মুখ্যমন্ত্রীর

January 27, 2021 | 2 min read

দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান (Paray Samadhan) নিয়ে আজ পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি নবান্ন থেকেই ‘চোখের আলো’ প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপকদের হাতে চশমা তুলে দিলেন তিনি।

ইতিমধ্যেই, দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি অভাবনীয় সাফল্য পেয়েছে। দুয়ারে সরকার কর্মসূচিতে মোট ১২টি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। এখনও যাঁরা নাম নথিভুক্ত করেননি, পঞ্চম দফার ক্যাম্পে গিয়ে এখনও তাঁরা নাম লেখাতে পারবেন।

https://www.facebook.com/DrishtibhongiIN/videos/430193118031081/

দুয়ারে সরকার কর্মসূচিতে এখনও পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে শুধু স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পেই ৭৬ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছেন। এ ছাড়া পাড়ায় সমাধান প্রকল্পে এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী তুলে ধরেন রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ান।

দেখে নেওয়া যাক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়:

• পরিযায়ী শ্রমিকদের ৩ লক্ষ ৮১ হাজার ৬০৪ জনকে নতুন জব কার্ড দেওয়া হয়েছে।

• ৬৪ লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজ দেওয়া হয়েছে।

• ৩৬ কোটি কর্মদিবস তৈরি হয়েছে, কাজ করেছেন ১.১ কোটি মানুষ।

• ১০০ দিনের কাজে সেরা পশ্চিমবঙ্গ।

• এক কোটিরও বেশি সাইকেল দেওয়া হয়েছে সবুজ সাথী প্রকল্পে।

• কন্যাশ্রী প্রকল্পে সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

• কোনও পরিবারে ৫ জন সদস্য থাকলে সেই পরিবার মোট ২৫ কিলো চাল পাবে।

• আমরা মাথাপিছু ৫ কিলো করে চাল দিই।

• আমি খুশি হব যদি রাজ্যের ১০ কোটি মানুষই স্বাস্থ্য বিমার আওতায় আসেন।

• এর জন্য পুরো টাকাই রাজ্য সরকার দিচ্ছে, কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্পে রাজ্যকে টাকা দিতে হয়।

• এই স্বাস্থ্য বিমায় বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারবেন সাধারণ মানুষ।

• স্বাস্থ্যসাথী প্রকল্পে আমরা ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুযোগ দিচ্ছি রাজ্যবাসীকে।

• সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

• দুয়ারে সরকার কর্মসূচি চলছে, বহু মানুষ এতে উপকৃত হয়েছেন।

এছাড়াও দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ নামে দু’টি বই এদিন নবান্ন থেকে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দেশের শীর্ষ প্রশাসকদের এবং দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকদের বই দু’টি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Duare Sarkar, #Mamata Banerjee

আরো দেখুন