রাজ্য বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীকে ‘অপমানের’ প্রতিবাদে সভা শিক্ষকদের, পথে আইনজীবীরাও

January 27, 2021 | 2 min read

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘অপমান’-এর প্রতিবাদে পথে নামছেন তৃণমূলপন্থী আইনজীবীরা। সোমবার রাজ্যের সব আদালতে দুপুর ১টায় প্রতিবাদ মিছিল করবে তৃণমূলের আইনজীবী সেল। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) হলে কেন্দ্রীয় সরকারের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিতে উঠলে ‘জয় শ্রী রাম’ স্লোগান ওঠে। ‘অপমানিত’ মুখ্যমন্ত্রী ভাষণ না দিয়েই মঞ্চ ছাড়েন।

গত ২৩ জানুয়ারি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৫তম জন্মদিন। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজির ১২৫ তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগান শুনে অপমানিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরকারি অনুষ্ঠানকে রাজনীতিকরণের অভিযোগ তুলে ভাষণ দেননি তিনি। ক্ষোভের কথা অনুষ্ঠান-মঞ্চ থেকেই সেদিন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে তুমুল জলঘোলা হয়েছে। বিজেপি (BJP) বিরোধী প্রায় সব দলই সরকারি মঞ্চে ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলার বিরোধিতা করেছে। তৃণমূলের (Trinamool) তরফেও টুইটে ঘটনার নিন্দা করা হয়েছে।

সংগঠনের রাজ্য সম্পাদক অশোক রুদ্র বলেন, ‘‘বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের পদ ফাঁকা। সেগুলি অবিলম্বে পূরণ করতে হবে। সেই সঙ্গে শিক্ষকদেরও স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে।’’ সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

অশোকবাবুর দাবি, মন্ত্রী তাঁদের দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন। অন্য দিকে, ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ‘ক্ষমা করো নেতাজি’ কর্মসূচি পালন করলেন একদল ছাত্রছাত্রী। তাঁরা সুভাষচন্দ্রের মূর্তির সামনে অবস্থান-বিক্ষোভ করেন। অরাজনৈতিক বলা হলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং আজাদ হিন্দ ফৌজের সুইসাইড স্কোয়াডের সদস্য সুনীল বন্দ্যোপাধ্যায়ের পুত্র শুভেন্দু বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Victoria Memorial, #Mamata Banerjee

আরো দেখুন