৫০০ দিনে ৮০ লক্ষ আদানপ্রদান, দিদি কে বলোর সাফল্যে উচ্ছসিত মমতা
৫০০ দিন(500 Days) সম্পূর্ণ হল ‘দিদি কে বলো'(Didi Ke Bolo) কর্মসূচির। ২০১৯ সালের ৩১শে জুলাই এই কর্মসূচির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর প্রায় ২৩ লক্ষ মানুষ হেল্পলাইন নম্বরে(HelpLine no) যোগাযোগ করেছেন। ৮০ লক্ষ আদানপ্রদান হয়েছে দিদি কে বলো নম্বরের মাধ্যমে। এমনটাই দাবি করলেন মমতা(Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী বলেন, দিদি কে বলো কর্মসূচিতে প্রাপ্ত প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশন চালু করেছে, সামাজিক সুরক্ষা যোজনা প্রসারিত করেছে, এবং পথশ্রী, দুয়ারে সরকার, পাড়ায় সমাধন, জয় জোহর, স্নেহের পরস, প্রচেষ্টা প্রকল্প, তপশিলি বন্ধুর মত কর্মসূচিও রূপায়ণ করেছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দিদি কে বলো, দুয়ারে সরকার ও স্বাস্থ্য সাথির মত কর্মসূচির ওপর ভর করে বিধানসভা নির্বাচনে বিরোধীদের থেকে মাইল যোজন এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।