রাজ্য বিভাগে ফিরে যান

হাত ভেঙে প্রয়োজন অপারেশন, জরুরি ভিত্তিতে মহিলা পেলেন স্বাস্থ্য সাথী কার্ড

January 28, 2021 | < 1 min read

রাজ্যজুড়ে চলছে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প। আর এই ক্যাম্পগুলোতে যে পরিষেবার জন্য মানুষের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ সেটি স্বাস্থ্য সাথী কার্ড। ডিসেম্বর মাস থেকে এই পরিষেবায় সরকারি কর্মী ছাড়াও সাধারণ মানুষকে যোগ করেছেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই ‘হাই ডিমান্ড’ এই কার্ডের। আর সুবিধাও পাচ্ছেন প্রচুর মানুষ।

যেমন, জনই টুইটার ব্যবহারকারী শুভশ্রী রায়ের (Subhasree Ray) মাসি। তার মাসির হাত ভেঙে যাওয়ায় প্রয়োজন পড়ে অস্ত্রোপচারের। তিনি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের(Swasthya Sathi Card) মাধ্যমে এটি করাতে চান। সরকারি দপ্তরে যোগাযোগ করতেই কালবিলম্ব ছাড়াই এই কার্ড দিয়ে দেওয়া হয় তাকে। এমনকি মহিলার ছবি এবং বায়োমেট্রিকের কাজ বাড়ি এসেই করে দেন সরকারি আধিকারিকরা।

শুভশ্রী রায়ের মাসির অস্ত্রোপচার নির্বিঘ্নেই হয়ে গেছে। এই ঘটনায় আপ্লুত শুভশ্রী রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। এবং এর পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Swasthya Sathi, #Subhashree Ray, #Aunty, #operation

আরো দেখুন