দেশ বিভাগে ফিরে যান

কৃষি আইন বাতিল করতেই হবে, এটাই একমাত্র বিকল্প কেন্দ্রের কাছে: মমতা

January 28, 2021 | 2 min read

দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করেছে বিজেপি। বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই বিজেপিকে(BJP) কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

বুধবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কারো সাথে আলোচনা না করেই এই তিনটে কৃষক বিরোধী বিল(Anti Farmers Bill) পাশ করা হয়েছে। কৃষকরা এই শীতে ৬৫ দিন ধরে সীমান্তে আন্দোলন চালাচ্ছে। তখন সেই আন্দোলনকে গুরুত্ব না দিয়ে, এখন তাদের দোষ দেওয়া যায় না। এই কৃষি বিল বাতিলই কেন্দ্রের কাছে একমাত্র বিকল্প’।

নেতাজি জন্ম দিবসের অনুষ্ঠানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পরাক্রম দিবস কেন? কেন্দ্রের বাঙালি দেশনায়কের(DeshNayak Dibas) জন্মদিনের নাম দেওয়ার আগে একবার আমাদের সাথে আলোচনা করা উচিৎ ছিল। আমরা বাংলা নাম রাখতে পারতাম’।

তিনি এবিষয়ে আরো বলেন, ‘কোন রাজনৈতিক দলের স্লোগান নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে দেওয়া মানে তাঁকে পরোক্ষভাবে অপমান করা। সেখানে তো তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে কোন স্লোগান দেওয়া হয়নি। এই স্লোগান দেওয়ার জন্যে অবশ্যই সেই দিনটি উপযুক্ত ছিল না’।

দেখে নেওয়া যাক এদিনের সাক্ষাৎকারে কী কী বললেন মুখ্যমন্ত্রীঃ

• পশ্চিমবঙ্গবাসীরা বাংলার পক্ষেই ভোট করবেন এ বিষয়ে আমি নিশ্চিত।
• আমি আমার কাজেই বিশ্বাস করি। আমার প্রতিশ্রুতিবদ্ধতাই আমার পরিচয়।
• বিজেপি সবসময় এক দেশ, এক পার্টির কথা বলে। এটা অনুচিত।
• আমি ৫০০টি সরকারি মিটিং করেছি। সেগুলি রাজনৈতিক নয়।
• বিজেপি ভুয়ো খবরের প্রচার করে।
• মৃত্যু নিয়ে রাজনীতিই এখন বিজেপির নতুন নীতিতে পরিণত হয়েছে। কেউ মারা গেলেই তার পরিবারকে ১০ লক্ষ টাকা দিয়ে এটা বলতে বলে যে মৃত ব্যক্তি বিজেপির কর্মী ছিল। গতকাল আমাদেরও এক কর্মী মঙ্গলকোটে মারা গেছে।
• রাজ্যের কাছ থেকে কেন্দ্র সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে।
• আমি রাস্তায় নেমে আন্দোলন করি। আগেও কৃষকদের জন্যে আন্দোলন করেছি। এই বারও কৃষকদের পাশে আছি। কেন্দ্রকে এই বিল বাতিল করতেই হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Farmers law

আরো দেখুন