কলকাতা বিভাগে ফিরে যান

সায়নী-দেবলীনার হেনস্থা নিয়ে প্রতিবাদে মুখ খুললেন বিজেপি ঘনিষ্ঠ রূপাঞ্জনা মিত্র

January 29, 2021 | < 1 min read

সায়নী-দেবলীনা(Saayoni – Debolina) কাণ্ডে সৌমিত্র খাঁ(Saumitra Khan) ও অন্যান্য বিজেপি (BJP) নেতাদের বিতর্কীত মন্তব্যের ক্ষোভের ঝড় এবার বিজেপির অন্দরেই। সৌমিত্রের মন্তব্যে টলিউডের পাশাপাশি ক্ষুব্ধ লকেট-রূপা-অগ্নিমিত্ররাও (Locket-Roopa-Agnimitra)। অন্তত রাজ্য বিজেপি সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।

কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র(Rupanjana Mitra)। গতকাল তিনি বললেন, ঠিক বলেছে সায়নী-দেবলীনা, ডাকলে আমিও প্রতিবাদে যেতাম। রুদ্রনীলের বিজেপিতে যোগ দেওয়া সম্বন্ধে বললেন, কোনও কিছু পাওয়ার আশায় কেউ বিজেপি-তে যোগ দিলে সে ভুল করবে।

রূপাঞ্জনা স্পষ্ট করে জানালেন সায়নী বা দেবলীনার সঙ্গে যা হয়েছে তা অন্যায়। তিনি মনে করেন সায়নী নিজের কথা প্রকাশ করল। ওর ১০ বছরের পুরনো ছবি নিয়ে ওকে আক্রমণ করা শুরু হল। ঠিক বলেছে দেবলীনা আর সায়নী। সামনে এসে কেউ দাঁড়াক, জানান রূপাঞ্জনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #Saumitra Khan, #Saayoni Ghosh, #Debolina Dutta, #Rupanjana Mitra

আরো দেখুন