দেশ বিভাগে ফিরে যান

কৃষকদের সমর্থনে গান্ধীজির প্রয়াণ দিবসেই ফের আমরণ অনশনে বসছেন আন্না হাজারে

January 29, 2021 | < 1 min read

কেন্দ্রের আনা তিন বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে এবং কৃষকদের সমর্থনে ফের আন্দোলনে নামছেন আন্না হাজারে (Anna Hazare)। শনিবার থেকে নিজের শহর মহারাষ্ট্রের (Maharashtra) আহমেদনগর (Ahmednagar) জেলার রালেগান সিদ্ধিতে আমরণ অনশনে বসতে চলেছেন প্রবীণ এই সমাজসেবক। বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছেন তিনি।

কৃষকদের দাবি মানছে না কেন্দ্র, সেই কারণেই শনিবার থেকে অনশন ধর্মঘটে বসছেন আন্না হাজারে। ৮৪ বছর বয়সি আন্না হাজারে তাঁর সমর্থকদেরও নিজের নিজের জায়গা থেকে প্রতিবাদে নামতে বলেছেন। এই প্রসঙ্গে একটি প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “গত চার বছর ধরে কৃষকদের দাবি পূরণে সংগ্রাম করছি। কিন্তু সরকার কখনওই কৃষকদের ইস্যুগুলো নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়নি। কেন্দ্র কখনওই কৃষকদের প্রতি সংবেদনশীল নয়। কেন্দ্রের কাছে আমরা বহুবার নিজেদের দাবি রেখেছি। আমি গত তিন মাসে প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে পাঁচবার চিঠি লিখেছি। সরকারের প্রতিনিধিরা বারংবার আলোচনা করলেও কোনও নির্দিষ্ট সমাধানে আসতে পারেনি। তাই মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসেই রালেগান-সিদ্ধি এলাকায় যাদববাবা মন্দিরে আরও একবার অনশনে বসতে চলেছি। “

এর আগে ২০১৮ সালের ২৩ মার্চ দিল্লিতে কৃষকদের ন্যূনতম সমর্থন মূল্য-সহ একাধিক দাবি নিয়ে অনশনে বসেছিলেন আন্না হাজারে। কয়েকদিন পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে লিখিতভাবে আশ্বস্তও করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ আন্নার সঙ্গে দেখাও করেছিলেন। এই প্রসঙ্গে তিনি জানান, ”ছ’ঘণ্টা কথা বলার পর আমাকে লিখিতভাবে আশ্বাস দেওয়া হলেও এখনও তা পূরণ করা হয়নি। এভাবে চললে দেশ এবং সমাজ এগোবে কীভাবে?” তবে কৃষকদের পাশে থাকলেও সাধারণতন্ত্র দিবসের হিংসার ঘটনাকে সমর্থন করছেন না আন্না। বরং গান্ধীজির মতো অহিংস আন্দোলনকেই সমর্থন জানালেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Anna Hazare, #Farmers' protest

আরো দেখুন