রাজ্য বিভাগে ফিরে যান

অমিত শাহের উলুবেড়িয়ার পদযাত্রা বাতিল

January 29, 2021 | < 1 min read

আগামী রবিবার উলুবেড়িয়ায়(Uluberia) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) অমিত শাহের(Amit Shah) প্রস্তাবিত পদযাত্রা বাতিল হল। পরিবর্তে ওইদিন বেলুড় মঠে(Belur Math) যেতে পারেন তিনি। উল্লেখ্য, আজ শুক্রবার গভীর রাতে কলকাতায় আসছেন অমিত শাহ। শনিবার সকালে তাঁর মায়াপুরের(Mayapur) ইস্কন মন্দিরে(Iskon Mandir) পুজো দেওয়ার কথা। তারপর তিনি যোগ দেবেন ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের ব্যানারে আয়োজিত এক সভায়। সন্ধ্যায় সেখান থেকে কলকাতায় ফিরে সবা করবেন বিজেপির আইটি সেলের সঙ্গে। রবিবার সকালে অমিত শাহ যাবেন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে। সেখানে পুজো দেবেন। তারপর আশ্রমের শ্রীনাথ হলে বৈঠক করবেন বিশিষ্টদের সঙ্গে। দুপুরে ডুমুরজলায় দলীয় সভা। তারপর তাঁর যাওয়ার কথা ছিল উলুবেড়িয়ায়। সেখানে ছিল পদযাত্রার কর্মসূচি। সূত্রের দাবি, দিল্লি থেকে এদিন রাজ্য বিজেপির কাছে কৈফিয়ত চাওয়া হয়, কেন একই দিনে হাওড়া জেলায় দু’টি কর্মসূচি রাখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর? এরপরই পদযাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তে বেলুড় মঠে যেতে পারেন তিনি। জানা গিয়েছে, ডুমুরজলার সমাবেশ সেরেই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ। ১ ফেব্রুয়ারি সেখানে আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। পাশাপাশি কেন্দ্রীয় বাজেট নিয়েও তাঁর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা। বিজেপি সূত্রে খবর, ডুমুরজলার সমাবেশে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Amit shah, #bjp, #Rally, #Uluberia

আরো দেখুন