রাজ্য বিভাগে ফিরে যান

বাংলা মডেল! গঙ্গাসাগরের মত এবার ‘ই-স্নান’ কিট কুম্ভমেলায়

January 30, 2021 | < 1 min read

হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। আবারও এই কথাটি প্রমাণিত হল। করোনা আবহে এ বছর গঙ্গাসাগর মেলায় ই-স্নানের (E Snan) কিট দেওয়ার ব্যবস্থা করেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এবার সে পথেই হাঁটল কুম্ভমেলা কর্তৃপক্ষ। ঘরে বসেই কুম্ভের পবিত্র জলে স্নান করার জন্য উত্তরাখণ্ড সরকার এবার স্নান-কিটের ব্যবস্থা করেছে। এ নিয়ে প্রচারও শুরু করেছে তারা। গঙ্গাসাগরে ই-স্নান কিট যথেষ্ট জনপ্রিয় হয়েছে। দু’লক্ষের বেশি মানুষ ঘরে বসেই এই কিট অর্ডার করেছিলেন। এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বত্র। এবার এই পন্থাই অনুসরণ করছে উত্তরখণ্ডের বিজেপি সরকার। তবে ফারাক রয়েছে দামে।

গঙ্গাসাগরের (Gangasagar) ই-স্নানের কিটের ডেলিভারি চার্জ ছিল মাত্র ১৫০ টাকা, সেখানে কুম্ভ-কিট পৌঁছে দেওয়ার জন্য দাম ধার্য হয়েছে ২১০০ টাকা। তাতে পবিত্র জল ছাড়াও সিঁদুর, প্রসাদ, রুদ্রাক্ষের মালা থাকবে। একটি নম্বর দেওয়া হয়েছে, তাতে ফোন করে কিটের অর্ডার দিতে হবে। হরিদ্বারে কুম্ভস্নানের একাধিক দিন ঠিক হয়েছে। চারটি শাহি স্নানের দিন ধার্য করা হয়েছে। করোনাকালে (Coronavirus) অনেকেই হয়তো পুণ্যস্নানের জন্য হরিদ্বারে যাবেন না। মূলত তাঁদের জন্যই স্নানের ই-কিট তৈরি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#ESnan, #Kumbh Mela

আরো দেখুন