দেশ বিভাগে ফিরে যান

সর্বদলীয় বৈঠকে মোদির সামনেই কেন্দ্রের কড়া সমালোচনা সুদীপের

January 30, 2021 | 2 min read

সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায় – ফাইল চিত্র

শুরু হয়ে গেছে সংসদের বাজেট অধিবেশন। সেই উপলক্ষেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সর্বদলীয় বৈঠক (All Party Meeting) ডাকেন আজ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কৃষি আইন ইস্যুতে কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। সুদীপের দাবি, সরকারকে সদর্থক ভূমিকা পালন করতে করতে হবে। বিরোধীদের দাবি শুনতে হবে। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা থাকার ফলে কৃষকদের সাথে অবিচার হওয়া উচিত না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি জানালেন কৃষি আইন বাতিল হোক। ডাকা হোক সর্বদলীয় বৈঠক, যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্ব (সংসদীয় নেতা নন) উপস্থিত থাকবেন।

তৃণমূল কংগ্রেস লোকসভায় বাজেট ও রাষ্ট্রপতির ভাষণের (President’s Address) ওপর আলোচনায় অংশ নেবে। সুদীপবাবুর কথায়, এই আইন নিয়ে চুলচেরা আলোচনা হোক। এর মধ্যে দিয়ে দেশের কাছে সদর্থক বার্তা যাবে, যে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে কাজ করছে। দলের তরফে এটাই আমার আবেদন।

পাশাপাশি, বেকারত্ব ইস্যুতেও সরব হয়েছেন সুদীপ। তিনি বলেন, আমি প্রত্যেকটি বৈঠকে একটা ইস্যু সবসয় উঠিয়ে থাকি। সেটি হল বেকারত্ব। বেকার যুবক, যুবতীরা অনিশ্চয়তার সাথে লড়ছে। দেশজুড়ে এক ভয়াবহ পরিস্থিতি। কীভাবে তাদের দিশা দেওয়া যায়, সরকারি চাকরির মাধ্যমে তাদের কষ্ট আদৌ লাঘব করা যায় কিনা, এ নিয়ে সংসদে বিশদে আলোচনা হওয়া উচিত।

ওনার ক্ষোভ, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো খর্ব করে রাজ্য সরকারের কাজে নাক গলাচ্ছে কেন্দ্র। অসহযোগিতার কারণে কাজ করতে পারছে না রাজ্য সরকার। যদিও, দুই সরকারই জনগণ দ্বারা নির্বাচিত। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নিয়েও সংসদে আলোচনার দাবি জানালেন তিনি। এছাড়া, বিদেশ মন্ত্রকের বাজেট (Budget) নিয়ে আলোচনার সময় চীন ও পাকিস্তানের সাথে সমস্যাগুলি নিয়েও আলোচনার দাবি তোলেন বর্ষীয়ান সাংসদ।

পাশাপাশি, ‘এক দেশ, এক রেশন কার্ড’ নীতি (One Nation, One Ration Card) নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন সুদীপ। তাঁর দাবি, তিনি খাদ্য, ক্রেতা সুরক্ষা এবং গণবন্টন দপ্তরের স্থায়ী কমিটির সভাপতি। কমিটিতে এই নীতি নিয়ে আলোচনা হচ্ছে। প্রক্রিয়া চলছে। কিন্তু, এতরফাভাবে রাষ্ট্রপতির ভাষণে দাবি করা হয়েছে যে ‘এক দেশ, এক রেশন কার্ড’ নীতি চালু হয়ে গেছে দেশে। এই বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চান সাংসদ।

তিনি আরও বলেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যদি ধর্মনিরপেক্ষতার দর্শন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের ঐক্য যথাযথভাবে প্রতিফলিত হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sudip Banerjee, #all party meeting, #Farm Laws, #Narendra Modi

আরো দেখুন