রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের উন্নয়নমুখী প্রকল্পে শামিল হতে চায় টাটাগোষ্ঠী

January 30, 2021 | < 1 min read

রাজ্যের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পে শামিল হতে আগ্রহ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল টাটা প্রোজেক্টস। ওই চিঠিতে সংস্থার পূর্বাঞ্চলীয় কর্তা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এ রাজ্যে শিল্প এবং নগর-পরিকাঠামো ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চান তাঁরা। টাটা গোষ্ঠীর সংস্থাটির (Tata Group) এই আর্জিকে ভোটমুখী বঙ্গে শাসক দল রাজনৈতিক ভাবে ব্যবহার করতে পারে বলেও ধারণা অনেকের।

সিঙ্গুর থেকে নিজের স্বপ্নের ‘ন্যানো গাড়ি তৈরির প্রকল্প’ সরিয়ে নিতে বাধ্য হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছিলেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। কথার আক্রমণ-প্রতি আক্রমণে তেতো হয়েছিল দু’পক্ষের সম্পর্ক। মমতা বাংলার মসনদে বসার পরেও টাটাদের সঙ্গে তিক্ততা পুরোপুরি মোছেনি। বরং ২০১৪ সালে পশ্চিমবঙ্গের শিল্পায়নে খামতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন টাটা। এখন সেই টাটা গোষ্ঠীর তরফ থেকেই রাজ্যে উন্নয়নের প্রকল্পে শামিল হওয়ার আগ্রহ তাই ভোট-প্রচারে তৃণমূলের অস্ত্র হওয়ার সম্ভাবনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tata group, #TATA

আরো দেখুন