দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

‘বিজেপির লড়াই আরও দৃঢ় হবে’ রাজীব-বৈশালীদের গেরুয়া উত্তরীয় পরিয়ে বললেন শাহ

January 31, 2021 | < 1 min read

দিল্লিতে গিয়ে যোগ দিলেন রাজীব ব্যানার্জি(Rajib Banerjee), বৈশালী ডালমিয়া(Baishali Dalmiya), রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh), প্রবীর ঘোষাল(Prabir Ghoshal), রথীন চক্রবর্তীরা(Rathin Chakraborty)।

নিজের টুইটার হ্যান্ডেলে ছবি পোস্ট করে অমিত শাহ (Amit Shah) লিখেছেন, ‘ আমি নিশ্চিত, আমাদের দলে তাঁরা যোগ দেওয়ায় সোনার বাংলা গড়তে বিজেপির(BJP) লড়াই আরও দৃঢ় হবে।’

যোগদানের পর রাজীব ব্যানার্জি জানান, ‘ কাল হাওড়ায় আরও অনেকে বিজেপিতে যোগ দেবেন।

আজ ডুমুরজলার সভায় ভার্চুয়ালি থাকবেন অমিত শাহ। সেজে উঠছে ডুমুরজলা স্টেডিয়াম(Dumurjola Stadium)। আজ উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি।

বালি থেকে প্রার্থী হতে চাই, জানালেন বৈশালী ডালমিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#Amit shah, #bjp, #Rajib Banerjee, #Baishali Dalmiya, #Prabir Ghosal, #howrah, #delhi

আরো দেখুন