হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিকমতো খাওয়া দাওয়া করছেন। রাতে দারুণ ঘুম হয়েছে। আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছেন। তাই রবিবার সকালেই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বিসিসিআই প্রধান।
হাসপাতাল সূত্রে খবর, ওঁর শারীরিক অবস্থা বেশ ভালো। চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন বোর্ড প্রধান। তাই দ্রুত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
ডঃ সপ্তর্ষি বসু বললেন, “গত কয়েক বছর ধরে সৌরভ পরিমিত খাওয়া দাওয়া করেন। প্রতিদিন নিয়ম করে জিম করেন। ওঁর এরকম হওয়াটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। যদিও এখন চিন্তার কোনও কারণ নেই। আগামী কয়েক দিন বিশ্রামের পরেই উনি আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।”
হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ২ জানুয়ারি প্রথম হাসপাতালে ভর্তি হন সৌরভ। সে বার একটি স্টেন্ট বসানো হয়। তার পর এক সপ্তাহের মধ্যে বাড়িও ফিরে যান। কিন্তু বুধবার ফের বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। ধমনীর ব্লকেজ বেড়ে যাওয়ায় ফের দু’টি স্টেন্ট বসানো হয়।