হাওড়ায় ভার্চুয়াল উপস্থিতি শাহের, মতুয়ারা ব্রাত্য কেন?
বাতিল হয়েছে অমিত শাহের (Amit Shah) বঙ্গ সফর। কিন্তু, ডুমুরজলার জনসভায় ভার্চুয়ালি উপস্থিত থাকলেন অমিত শাহ। পাশাপাশি, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও।
এদিকে মতুয়াদের (Matua) উদ্দেশে ঠাকুরনগরে বক্তব্য রাখার কথা ছিল অমিত শাহর। আপাতত স্থগিত রাখা হচ্ছে সেই কর্মসূচি। জল্পনা রয়েছে, শিগগিরি রাজ্যে এসে ঠাকুরনগরে যাবেন অমিত শাহ।
কিন্তু, প্রশ্ন উঠছে, হাওড়ায় ভার্চুয়াল সভা করা গেলে ঠাকুরনগরে করা গেল না কেন? হাওড়াতে তৃণমূল ভাঙিয়ে নেতারা বিজেপিতে এলেন, তাই শাহের ভাষণ উপরি পেলেন, আর মতুয়ারা নাগরিকত্ব নিয়ে কৈফিয়ৎ চাইবেন বলে ব্রাত্য?
উল্লেখ্য, নাগরিকত্ব ইস্যুতে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বাড়ছে। এমনকি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর প্রকাশ্যে বহুবার এই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। উল্টোদিকে তৃণমূলের বক্তব্য, মতুয়াদের বিভ্রান্ত করছেন অমিত শাহ।
তাহলে কি চাপে পড়েই মতুয়া সকাশে এলেন না শাহ? প্রশ্ন উঠছে।