রাজ্য বিভাগে ফিরে যান

কষ্ট করে মানুষের কাছে খাবার পাঠিয়েছেন রেশন ডিলাররা, তারাও কোভিড যোদ্ধা, বললেন মুখ্যমন্ত্রী

February 1, 2021 | 2 min read

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশানের (All India Fair Price Shop Dealer’s Federation) রাজ্য সম্মেলনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন রাজ্য সরকার আমরা মানুষের জন্য কাজ করেছে। তিনি বলেন জেসব জায়গায় অনেক লোক রেশন পায় না সেখানে মোবাইল রেশন দোকান চালু করতে হবে। তিনি বলেন খাদ্য সাথীর মাধ্যমে সারা রাজ্যের মানুষের মুখে খাবার তুলে দেওয়া হচ্ছে এবং এটা আর কোন রাজ্যে নেই। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স -এর এই কাজে একটা বড় অংশ আছে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • আমরা ৩৫ লক্ষ মেট্রিক টন চল্ চাষিদের থেকে কিনে রেশন দিই রাজ্যবাসীকে
  • রেশন ডিলারদের জন্য ১২০০ শূন্য পদ রয়েছে
  • ডিলার কমিশন কুইন্টাল প্রতি ৫৪ টাকা থেকে এবারিয়ে ৭০ টাকা করা হয়েছে, কমিশন প্রদানের পদ্ধতি সরলীকরণ করা হয়েছে
  • কম্পেনসেট গ্রাউন্ড ডিলার নোয়োগের ক্ষেত্রে আবেদনের সময়কাল ৬০ থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে
  • ডিজিটাল রেশন কার্ড দেওয়া হয়েছে
  • জঙ্গলমহলের ৫৪ লক্ষ মানুষ রেশন পাচ্ছেন
  • যারা কষ্ট করে মানুষের কাছে খাবার জল পাঠিয়ে দিয়েছেন, এই রেশন ডিলার রা তারাও কোভিড যোদ্ধা, তাদের কখনো স্যালুট জানিয়েছেন? তারা কি জীবনে ঝুঁকি নেয়নি?
  • ই-রেশন ব্যবস্থা চালু করা হবে
  • শিল্পের প্রধান ডেস্টিনেশন এখন বাংলা, তাই তো এখন বিরোধীরা বাংলা বাংলা করছে

নতুন ঘোষণা

  • লাইসেন্স যেটা বার্ষিক পুনর্নবীকরণ করা হয় সেটা ১ বছরের জায়গায় ৩ বছর করা হবে
  • নতুন ডিলারশিপ লাইসেন্সের আবেদনের জন্য কার্যনির্বাহী মূলধন ৫ লক্ষ টাকা থেকে কমিয়ে ২ লক্ষ টাকা করা হল
  • রেশন ডিলার রা কাজ করতে করতে যদি কেউ দুর্ঘটনায় মারা যায় সরকার তাদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ
TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Fair Price

আরো দেখুন