দেশ বিভাগে ফিরে যান

অর্থনীতির চেয়ে নির্বাচন বেশি জরুরী বিজেপির কাছে? নির্মলার বাজেটে উঠছে প্রশ্ন

February 1, 2021 | < 1 min read

অনেকেই ভেবেছিলেন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে বাংলার মানুষের মন জয় করার জন্য কল্পতরু হয়ে উঠবে কেন্দ্রীয় সরকার। হলও তাই। বাংলার রাস্তা উন্নয়ন ও রেলের জন্য বাজেটে মোটা টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। একদিকে নতুন রাস্তা তৈরি তো অন্যদিকে কলকাতা-শিলিগুড়ির রাস্তা উন্নয়নে জোর দিল সরকার। পাশাপাশি খড়গপুরকে কেন্দ্র করে তৈরি হবে ফ্রেইট করিডোরপ। সবমিলিয়ে পরিকাঠামো ক্ষেত্রে এবার বাজেটে বাংলার ঝুলিতে এল মোটা বরাদ্দ।

বাংলায় নতুন করে ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে। সারানো হবে কলকাতা-শিলিগুড়ির রাস্তাও। সবমিলিয়ে বরাদ্দ হয়েছে ২৫ হাজার কোটি। বিধানসভা নির্বাচনের আগে এই বরাদ্দ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, এবার থেতে জাতীয় সড়ক নির্মাণ এবং দেখভালের দায়িত্ব দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতেও। পিপিপি মডেলে তৈরি হবে রাস্তা।

বাংলার খড়গপুরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ফ্রেইট করিডোরও। বিজয়ওয়াড়া থেকে খড়গপুর পর্যন্ত তৈরি হবে ফ্রেইট করিডোর। কাজ হবে গোমত-ডানকুনি লাইনেও।

বাংলাকে কোভিডএর (Covid 19) মোকাবিলা থেকে আম্পান, সবেতেই বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। তাই বাজেটে বাংলার জন্য বরাদ্দ দেখে শুরু হয়েছে জোড় জল্পনা।

এছাড়াও ,১০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে পশ্চিমবঙ্গ ও আসামের চা শ্রমিকদের কল্যাণের জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #bjp, #Budget 2021

আরো দেখুন