দেশ বিভাগে ফিরে যান

দেশের প্রথম ‘পেপারলেস বাজেট আসলে ১০০% দিশাহীন: তৃণমূল

February 1, 2021 | < 1 min read

দেশের প্রথম ‘পেপারলেস বাজেট আসলে ১০০% দিশাহীন বললো তৃণমূল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ বাজেট পেশ করার পর ট্যুইট করে এই কোথায় বললেন তৃণমূলের রাজ্যসভার নেতা এবং মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন (Derek O’brien)। তিনি বলেন এই ভুয়ো বাজেটের বিষয়বস্তু হল ‘সেল ইন্ডিয়া’ বা দেশ কে বেচে দেওয়া।

তিনি উল্লেখ করেন, রেল, এয়ারপোর্ট, বন্দর, ইন্সুরেন্স এবং ২৩টি রাষ্ট্রায়াত্ব সংস্থাকে বেঁচে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ ও কৃষকদের উপেক্ষা করা হয়েছে। ধনীরা আরও সম্পদশালী হয়ে উঠছেন, মধ্যবিত্তরা কিছুই পাচ্ছেন না, গরিবরা আরও গরিব হয়ে যাচ্ছেন।

তথ্য দিয়ে তিনি বলেন, গ্রামীণ রাস্তা তৈরিতে বাংলা ১ নম্বর, ২০১১ সালে পশ্চিমবঙ্গে ৩৯,৭০৫ কিমি গ্রামীণ রাস্তা ছিল, ২০১১-২০র মধ্যে ৮৮,৮৪১ কিমি রাস্তা তৈরী হয়েছে। বাংলা যা অনেক আগেই করে ফেলেছে, কেন্দ্র এখন তা ভাবছে।

ডেরেক বলেন ২০২১এর বাজেটে পশ্চিমবঙ্গে (West Bengal) ৬২৫ কিমি রাস্তা তৈরী করার কথা বলা হয়েছে। এদিকে রাজ্য সরকার ২০১৮এ ৫১১১ কিমি (যা দেশের মধ্যে ১ নম্বর) এবং ২০১৯ সালে আরো ১১৬৫ কিমি রাস্তা তৈরী করে ফেলেছে।

তিনি আরও বলেন যে সেস বাড়ানো মানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে লুন্ঠন করা, রাজ্যগুলিকে প্রাপ্য রাজস্ব থেকেকে বঞ্চিত করা।


TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #Budget 2021

আরো দেখুন