দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ভয়াবহ অগ্নিকান্ডের কবলে বাঁকুড়ার সোনামুখীর জঙ্গল

February 1, 2021 | < 1 min read

বাঁকুড়ার (Bankura) জঙ্গলে একের পর এক আগুন লাগার ঘটনা অব্যাহত। সম্প্রতি শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার ঘটনা দিয়ে যা শুরু হয়েছিল, তা দক্ষিণের জঙ্গল মহলের সারেঙ্গার পর এবার সোনামুখীর জঙ্গলে (Sonamukhi Jungle)। একই ঘটনার পূনরাবৃত্তি হল। ধারাবাহিকভাবে জেলার জঙ্গলগুলিতে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা। এর ফলে বাস্তুতন্ত্র ভেঙে পড়ার আশঙ্কা করছেন অনেকে। এমনকি এই ঘটনার পিছনে চোরাশিকারীদের হাত থাকতে পারে বলেই বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় সোনামুখীর জঙ্গলে প্রথম আগুন দেখা যায়। রাতের দিকে তা ভয়াবহ আকার নেয়। খবর দেওয়া হয় বনদফতরে। বনকর্মীরা দ্রুততার সঙ্গে ঐ আগুন নেভাতে উদ্যোগী হন। শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত বিষয়টি এখনও স্পষ্ট নয় কারও কাছেই।

অন্যদিকে চলন্ত পিক আপ ভ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ার তালডাংরার শিবডাঙ্গা এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন দপুরে পুরুলিয়া থেকে ঐ পিক আপ ভ্যানটি বানসা রোড ধরে বিবড়দা হয়ে তালডাংরার দিকে যাচ্ছিল। সেই সময় শিবডাঙ্গা মোড় সংলগ্ন চেঁচুড়িয়া ইকো পার্কের কাছে ঐ পিক আপ ভ্যানের ইঞ্জিনে কোন কারণে আগুন লেগে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে রাস্তার পাশে পিক আপ ভ্যানটি দাঁড় করিয়ে নেমে পড়েন। খবর দেওয়া হয় তালডাংরা থানায় ও দমকলে। পরে তালডাংরা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।হতাহতের কোন খবর নেই।

পুলিশ ও দমকলের প্রাথমিক তদন্তে অনুমান ঐ পিক আপ ভ্যানের ইঞ্জিনে শর্ট শার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সঙ্গে পুলিশ ও দমকল আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত করছে বলেও জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bankura, #Sonamukhi Jungle, #Fire

আরো দেখুন