হাসপাতালে সময় পেলেই বাঁটুলআঁকছেন নারায়ণ দেবনাথ
৯৬-এ এসেও মস্তিষ্ক সতেজ। অসুস্থ, শয্যাশায়ী হলে কী হবে, কার্টুন যে তাঁর প্রাণ! তাই হাসপাতালে যখনই সময় পাচ্ছেন, নিজের অমর সৃষ্টি বাঁটুল দি গ্রেট আঁকছেন নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। পেনের মগ্ন আঁচড়ে ধীরে ধীরে ফুটিয়ে তুলছেন আজও ছোটদের প্রিয় এই চরিত্রকে। হাসপাতাল সূত্রের খবর, দিকপাল এই কার্টুনশিল্পীর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। হঠাৎ বড় কোনও সমস্যা না হলে আগামী দু’-তিনদিনের মধ্যে তাঁকে ছুটি দেওয়া হতে পারে। মঙ্গলবার তাঁর চিকিৎসক ডাঃ সমরজিৎ নস্কর বলেন, ওঁর কিডনি কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছিল। এখন পরিস্থিতি অনেকটা ভালো। শীঘ্রই ওঁকে ছুটি দেওয়ার ব্যাপারে আশাবাদী আমরা।
২৯ জানুয়ারি দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় নবতিপর কার্টুনিস্টকে। সকলকে চিনতে পারছেন কি না, স্থান-কাল-পাত্র মনে থাকছে কি না ইত্যাদি বিষয় জানতে ৩০ জানুয়ারি স্নায়ুরোগ বিশেষজ্ঞ একাধিক প্রশ্ন করেন তাঁকে। পাশাপাশি প্রিয় চরিত্র বাঁটুল আঁকতে বলেন। চিকিৎসকরা জানান, বিস্মৃতিরোগ শিল্পীকে এখনও কাবু করতে পারেনি। হাসপাতালে আঁকা কার্টুনগুলিই তার প্রমাণ।