কলকাতা বিভাগে ফিরে যান

কৃষি আন্দোলন নিয়ে রিহানাদের প্রচার ‘মিথ্যা’, বিরোধিতায় ট্যুইট অক্ষয়, অজয়, করণদের

February 3, 2021 | 2 min read

গায়িকা রিহানা ও পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুললেও, তাঁদের বিরোধিতা করলেন অজয় দেবগন, অক্ষয় কুমার, কর্ণ জোহরের মতো বলিউড তারকারা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রত্যেকের কাছে আবেদন জানিয়েছেন, কেউ যেন ভারতের নীতির বিষয়ে ‘মিথ্যা প্রচারে’ কান না দেন।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের ট্যুইট রিট্যুইট করেছেন অক্ষয়। তিনি লিখেছেন, ‘কৃষকরা আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। তাঁদের সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কারও বিভেদ তৈরি করার চেষ্টার দিকে নজর না দিয়ে বন্ধুত্বপূর্ণভাবে সমস্যার সমাধানের পথকে সমর্থন করা উচিত।’



অজয় সরকারের পাশে দাঁড়িয়ে ট্যুইট করেছেন, ‘ভারত বা ভারতের নীতির বিষয়ে কোনও মিথ্যা প্রচারে কান দেবেন না। এই সময় নিজেদের মধ্যে দ্বন্দ্বে না জড়িয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।’

চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর ট্যুইট করেছেন, ‘আমরা এখন অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন প্রতি পদক্ষেপে বিচক্ষণতা ও ধৈর্য জরুরি। আমাদের এক হয়ে থাকতে হবে। আমাদের কৃষকরা ভারতের মেরুদণ্ড। সবার জন্য যাতে সমাধান পাওয়া যায়, সেই চেষ্টা করতে হবে। কেউ যেন ভারতকে বিভক্ত করতে না পারে।’

অভিনেতা সুনীল শেট্টি বিদেশমন্ত্রকের ট্যুইট রিট্যুইট করে লিখেছেন, ‘অর্ধসত্যের চেয়ে বেশি বিপজ্জনক আর কিছু নেই। তাই আমাদের সবসময় বিস্তারিত ঘটনা জানতে হবে।’

গায়িকা রিহানা আন্দোলনকারী কৃষকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সংক্রান্ত একটি সংবাদমাধ্যমের খবর শেয়ার করে ট্যুইট করে দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘আমরা কেন এ বিষয়ে কথা বলছি না?’ এর আগে কোনও আন্তর্জাতিক তারকা কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খোলেননি। রিহানাই প্রথম এ বিষয়ে সরব হন। পাল্টা ট্যুইট করে তাঁর অভিযোগ খারিজ করে দিয়েছে বিদেশমন্ত্রক। এরপর গ্রেটা, থুনবার্গ, মিয়া খলিফাও কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন। এবার পাল্টা জবাব দিলেন বলিউডের তারকারা।

রিহানার তীব্র সমালোচনা করেছেন কঙ্গনা রানাউত। তাঁর পাল্টা ট্যুইট, ‘কেউ এটা নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয়। ওরা জঙ্গি যারা ভারতকে ভাগ করতে চাইছে। চিন যাতে আমাদের ভাঙা দেশ দখল করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো চিনের উপনিবেশ তৈরি করতে পারে, সেই চেষ্টা চালানো হচ্ছে। চুপ করে বসে থাকো নির্বোধ। আমরা পুতুলের মতো আমাদের দেশ বিক্রি করে দিচ্ছি না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Akshay Kumar

আরো দেখুন